নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শুভদীপ পাপলু

 


দোষ
  ****



সন্দেহ প্রকাশে, দু'ফোঁটা কুলিন বৃষ্টির হাতখরচ
থেকে,চুরির বহর দিয়ে-স্তব্ধের ছুতোয় গালাগালি...
শুনে নিরন্ন চৌকাঠ গেয়ে ওঠে;যে প্রশ্নের গরজ
ফুরোলেই শুয়ে পড়বে; সুদে-আসলের মফঃস্বলী।

ঘেউ ঘেউ বস্তা সমাজ,ঘেউ ঘেউ উদাসী আক্রোশ

এ-ধর্মের পশ্চাতে রাত নামে নরকের স্বরে স্বরে,
এ-আঘাত জানায় বেহস্তে বুলেট কতো বেমানান,
এ-বিদ্বান ছায়া হবে,নয়তো-কোনও কৃষ্ণপ্রহরে--
আর ডাকবে না এক পাখি,অবলা কথায় দ্বেষঘ্রাণ।

পিছু পিছু বদান্যতায়, কিছু কিছু অনিচ্ছার ফোঁস... 

এসব তো মান্ধাতার। 'আজ্ঞে বলুন হুজুর,তীর্থযাত্রী'
ফিরে গেলে,হঠাৎই মাথা'টা নামিয়ে শত উজবুকে
প্রথা মতো প্রসাদভিক্ষায়,আর-দূরে পন্থা বিলি করি
যেমন নিশ্চিত পশ্চাতে চলি;হে মরন,পথের ডাকে
গেয়েছিলে,স্পর্ধা শুকোচ্ছে,এ যেন আজানের দোষ

কোন মন্তব্য নেই: