উর্বর বর্ণমালা অ আ ক খ
********************
আমার শহীদ ভাইয়ের রক্তে রাঙানো মাতৃভাষা
শহীদ ভাইয়ের রক্তে রঞ্জিত বাংলার ধূসরমাটি
সবুজ ঘাসে রক্তে দুর্গন্ধে ঘ্রাণ ভেসে বেড়িয়েছে আকাশে বাতাসে দূর দূরান্তে.
২১শে ফেব্রুয়ারি....
আমরা কি ভুলিতে পারি তোমাদের লড়াই করে
ছিনিয়ে আনা মোদের বাংলা ভাষার ধ্বনি।
জন্ম নিয়েছি যখন থেকে শুনেছি মোরা মিষ্টি সুরে
মায়ের মুখে অ আ ক খ বাংলা ভাষার ধ্বনি।
বই এ পাতার ভাজে-ভাজে বাংলা বর্ণের শ্লোগান
অ আ ই ঈ বাংলা ভাষার রক্তিম আর্তনাদ,
শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে সন্তানহারা মায়ের
অর্জিত বাংলা ভাষা,
ভাষা সৈনিক শহীদের আন্দোলনের শ্লোগান কানে আসে ভেসে....
যারা করেছে প্রতিবাদ বাংলা ভাষার জন্য ভালোবেসে দিয়ে গেছে বাংলার মাটিতে প্রাণ,
বীর বাঙ্গালীর কণ্ঠে একটাই শ্রোগান রাষ্ট্র ভাষা বাংলা চাই।
বাংলার দামাল ছেলেরা রাষ্ট্র ভাষা বাংলা চেয়ে নেমেছে আন্দোলনে ভয় করেনি প্রাণের।
বাংলা ভাষার সুর মানুষের কণ্ঠে রবে যতোদিন
বাংলা ভাষা বাঙ্গালীর মুখে থাকবে ততোদিন
বাংলা ভাষা শহীদের স্মৃতি স্মরণ হয়ে রবে।
ভাষা শহীদেরা বাঙ্গালীর হৃদয়ের স্পন্দনে চির অমর হয়ে থাকবে।
পৃথিবী জুড়ে আমার বাংলা ভাষা
শহীদের তাজা রক্তে বর্ণলিপির জমিনে
উর্বর বর্ণমালা অ আ ক খ।