নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুদীপ্ত সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুদীপ্ত সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সুদীপ্ত সেন (ডট.পেন)






সেদিন যদি
***********



সেদিন যদি বৃষ্টি নামে আবার নীচের নীচু রাস্তা ভিজে যায়
দীপার নামে লিখব লেখা হাজার লিখব লেখা নিজের ঘরানায়
সেদিন যদি রোদ করে য়ায় রঙিন তোমার পাড়ায় রামধনুটা উঠে
দীপার কাছে কার্ড পাঠাব সেদিন সঙ্গে চুমু রাখব তার ঠোঁটে
সেদিন যদি আকাশ কেঁপে গিয়ে বৃষ্টি গুলো অঝোরে বর্ষায়
দীপার চোখে কাজল এঁকে দিয়ে ফিরব আমি চরম সস্তায়
সেদিন যদি বাতাস হয় সবুজ স্নিগ্ধ গলায় আদর করে ডাকে
বাস যদি নাইবা চলে সেদিন দীপার শহর পৌঁছে যাব ট্রাকে।

সুদীপ্ত সেন

 গ্রীষ্ম গরম
::::::::::::::::



জলের তলাই মাছের খেলা কিলবিলিয়ে
আমড়া গাছের পাতা পরেছে জল ছুঁয়ে থাক

চিলেরা কেমন বৃষ্টি আশায় ডাক দিয়ে যাই
পায়রা গুলো গোলির গায়ে ঘর করেছে

ছাদের নীচে গরম সরে জলের ফোটা
গাছের থেকে বাষ্পমোচন ধোঁয়ার মতো
দূরের পাখি ফিরছে দেখো শান্ত হাওয়ায়
চাতক গুলো তাকিয়ে থাকে জলের ফোটায়।

অনেক পরে সাঁঝের তারা,মধ্য আকাশ
জোনাকি পোকা, নিভিয়ে গেলে বিজলিবাতি
আমার থেকে অনেক দূরে ঝি'ঝি পোকা
ছাদের গায়ে বেলি ফুলের গন্ধ একা।

তাল পাতাতে বানিয়ে ছিলাম হাত পাখাটা
এক নিমেষে নামিয়ে দিলাম ছাতুর থালা
সেদ্ধভাতে গল্প গুলো শান্তি খোঁজে
রিলিপ মাখি গুড নাইটে চোখটি বুজে।

সুদীপ্ত সেন


                   Related image


বাস্তব
                


শহর থেকে শহর দূরে চলে
      কর্কশতা কারখানার ওই কলে।।
গাছের সাথে গাছের বনরাশি
      কাঙাল ছেলের খিদের পেটে হাসি।
জলের সাথে জলের কত চলা
      গরীব কত মাঝির কথা বলা।।
দূরের থেকে দূর বেরে যায় শুধু
       নেইকো কারণ নেইকো কোনো হেতু।
চলার পথে ব্যস্ত শুধু থাকে
       দিন শুরু হয় এক চামচে মধু।।
কি হবে আর কৃত্রিমতার জালে?
       শুধুই মানা নিয়ম-কানুন যত।।
আমার মাঝে আমিই তো নেই আর
     বাড়ছে শুধু বাস্তবতার ক্ষত।।