নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কবিতার ল্যাবরেটরি সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতার ল্যাবরেটরি সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জ্যোতির্ময় রায়





ডেল্টা এক্স 



0/১ =(₹)
          প্রশ্ন চিন্হ নেই ।
  এন্ড ক ন টি নি উ স ।






ম্যাগনেটিক ফিভার 




    পারদ ছুঁয়েছে ঠোঁট ।
  ফসফরাস জ্বলে উঠে 8.9 রিখটার।
    শিশির ছুঁয়ে এক হেমন্তের সকাল
    ঝালমুড়ির বিকেল তখন অভ্যাসগত ।
   "ফারাক বিস্তর ,যৌনতার নতিতে "
কিংবা স্বপ্ন বিক্রি সস্তায় । ইচ্ছে পালক ।
স্বা ধী ন তা ।দত্তকি প্রেম কিনেছে
     ম হা দে শ ।।
     


তুলি রায়





ফার্টিলিটি 




পরাগরেনু মাখা প্রতিটা গমনশীলতা

ঘুমিয়ে থাকে নিষেকে

রাস্তা মাপে
জীবন-জরিপ

পাগলীটার যৌনতা নিয়ে কারোর মাথা ব্যাথা ছিল না

মাতৃত্ব এসেছে ওর

আসলে গমনশীল হতে সবাই পারে না !


                

জয়দীপ রায়






সিগার 





সিগার ধরানো  নেশাতুর ধোয়াটিন
পুড়ছে হার্টসেপ  ভ্যালেন্টাইন প্রতিদিন
ফিল্টারে কালো  ঠোঁট ব্লু টুথ দাঁত
চুমু খেতে সিটকায় অমাবস্যার বাত
মরিচার সংকেত   কিরীটীর বুক
কর্কটের পিছু হাঁটা  লাইফের হুক 

শাল্যদানী





*আলাপ*







তল
                  নিশা
বক্র                           আলাপ
                   চর
তল


বেগ
                   পর
গতি                          পরকলা
                   পর
জাড্য

আ সমুদ্র হিমালয়
আ ব্লু ট্রেজার্স

খনি
খনন
খন খন
খানখান
খনি(জ)        জ যেন জন্ম নিলো

জয়তি জনার্দন জনতা।।


জ্যোতির্ময় মুখার্জি








আগমনী ধানক্ষেত ও একটি মেলোডি




 বাথরুম সিদ্ধান্তটি অতঃপর
কলমে জমা থাক
ছায়াপথে ছাতা হাতে কয়েকটি মানুষ
একটি চলমান ইনফিনিটি
মুখোশে মুখ ঢাকলে প্রতিদিন
কিছু ছুলন্ত আপ্তবাক্য

সচেতন প্রতি বাতাস-কাঁপা
শূন্যতায়
ছেনি-হাতুড়ির শর্তহীন সরলরেখা বরাবর
বিবস্ত্র কিছু ধুলো ও বালি
ঘুমন্ত ঝিলমিল রাগে
আশ্চর্য পালতোলা নৌকার মতো
প্রতিটি উত্থান ও পতনে
উভচর ধূসরতা ছুঁয়ে
আগমনী ধানক্ষেত ও একটি মেলোডি

মৌসুমী ভৌমিক




গঙ্গা জল = অক্সিজেন(বিশ্বাস) X দূষণ/নোংরা=পবিত্র 





বৃদ্ধাশ্রম 


ছেলেকে অতিরিক্ত আদরে লালন করা
=ছেলে + অতিরিক্ত আদর
=ছেলে + স্বার্থপরতা
 >স্বার্থপর
~ভাল হবার প্রচেষ্টা
=minimum বৃদ্ধাশ্রম




স্বপ্ন 

(ইচ্ছে+ কর্ম ) - বাস্তবে প্রাপ্তি
               +
      সাধ + কল্পনা
               =   
             স্বপ্ন


হাইকু 



1.    আকাশ ছুঁয়ে
     বৃষ্টি একটু এসো
         সুখটা নিয়ে।


   2.  জুঁই শেফালি
      সুগন্ধ ছড়িয়ছে
      এসো না অলি  !

3.    নীল আকাশ
       মেঘেদের ছুটিতে
         হাসছে সূর্য।








রাহুল গাঙ্গুলী










১টি অসম্পৃক্ত কম্পাসকথা 








১.


০-maternityর সূত্রে_______
সিরিঞ্জ ও নিষিদ্ধতা
চশমার ঝুরোকাচ : ফসফরাসে মাখামাখি

অতিরিক্ত
f(চাঁদ + চুম্বক) → limit → 1/0

রাত হলেই : চিতাপর্বে পিয়ানোর রিড
ব্যস্তানুপাতিক = অবশিষ্ট (না ? ভি)



২.

infinity = অসম্পূর্ণ ও অসম্পৃক্ত _____
০-phase : বরফে জমানো গোপন রাত

{f(মরা চামড়া) → limit → প্রতিরাতের যৌনতা}
স্পর্শবর্তী আবেশের ৩য় গুহামুখ

২২/১০/১৭।সকাল ০৯-৫৮
দাহ্য পিচরাস্তা জুড়ে বাসি পাপড়ির খোলোশ



৩.

নিঃশর্ত সমর্পণ ________
viscosity ≠ 0 ^ ০।লীনতাপীয়
গাঢ়ত্ব কোলাজ।অসতীপনার জানলা সমীকরণ
কে জেগে আছে (নেই)।কাটাকুটিতে নিষেক-ছুরি
ঘুম : অথৈজল দেবনগরী শিলালেখ

গোলাপি অন্তর্বাস থেকে ঝাপসা গন্ধ পাই
আশটে চশমার ফ্রেম : সত্যিকারের শাদা-সামুদ্রিক



৪.


পিথাগোরাস = _______ যৌনতা X = ০
তাপমাত্রা ভেঙে যায়।হলুদ খানখান
কল্কে পাড় : আচল।যখন ধ্রুবক = আত্মস্থায়ীহীন

নদী ছিনিয়ে নেয় বালিয়াড়ি জলসাঘর
বৃদ্ধা চামড়া : মাকড়শা ইতির বেলোয়ারী মার্বেল

হাহুতাশ : কলসিভর্তি সুপ্ততা > শাঁখ চৌকাঠ

ঘাসেরও ভেজা শরীর।স্যাঁতস্যাঁতে ঘুড়ি
ছুরিটিকে স্বীকার্য কৌমার্য : ১ম খুন




সম্পাদকীয় ✍️(কবিতার ল্যাবরেটরি )






সম্পাদকীয় ✍️✍️






"হাঁস ছিল ,সজারুও ,(ব্যাকরণ মানি না )
হয়ে গেল" হাঁসজারু" কেমনে তা জানি না ।।"
                    সুকুমার রায় (খিচুড়ি কবিতা )
"হোক তবে" খিচুড়ি " ভেঙে ছুড়ে ফেলে কিছু কবিতাও ।
ব্যাকরণ না মেনে ভাষা পাক "শব্দ দিয়ে "সাজানো কথাও ।।"


থাক !অনেক বিজ্ঞ লোক আছে বাবা ,বলবে এসব কবিতা ?
এসব পাগল প্রলাপ ,এক্কে বারে যা তা "।।

আরে মশাই ছাড়ুন তো । আপনি লিখুন আপনার মতো করে । যারা লিখেত জানে না ,যারা মুখ ফুটিয়ে সব কথা বলতে পারে না ,তারা কি করবে ? নিজের ভিতরেই মরতে থাকবে রোজ ? কথা জমতে জমতে একদিন তো" বুমম"। আর তা হবার আছেই প্রতিনিয়তই ক্রমশ বেড়ে চলেছে কোলাহল ,জনঘনত্ব ,যান জোট ।একদিকে সৃষ্টি আর অন্য দিকে ধ্বংসের লীলা । আর এর মাঝেই নিয়ম ,নিয়ম ভাঙার নিয়ম ।একটা নিঃসঙ্গ নিস্তব্ধত্বা ,কিংবা ভিড় ঠেলে লোকাল ট্রেনে একটু বসবার জায়গার লড়াই ।এর মাঝেই কত শব্দ ,দৌড়ঝাঁপ ,কিংবা পড়ছে বাজ ,কোথাও আর্তনাদ কোথাও আনন্দ উল্লাস কিংবা মিছিল ,ইঁদুর খুঁজে চিল ।আরও কত শব্দ ....রোজের বাস ট্রামের ভিড়ে শব্দেই শব্দ হারাচ্ছে ।আর এর মাঝেই হাসি মুখে ভালো থাকার চেষ্টা ।
এটাই জীবন ,একটা আবোল তাবোল ছন্দে কিন্তু নির্দিষ্ট তালে  এগিয়ে চলছে জন্ম থেকে মৃত্যুর দিকে ।

তাই ছন্দ ছাড়া ,তাল ছাড়া ,সুর ছাড়া ,কিংবা শব্দ ছাড়াও (মুখে আসে কিন্তু বহিঃ প্রকাশ নেই ) তাদের সাজিয়ে একটা একটা জীবনের গল্প কথা নিয়েই কবিতার খোঁজ ,একটা গানের খোঁজ হল "কবিতার ল্যাবরেটরি " ।
যে সব শব্দ হারিয়ে যাচ্ছে সবার অলক্ষ্যে সেই সব না বলা কথার বহিঃপ্রকাশে এই প্রচেষ্টা । জানি সে গুলো কবিতা না ,কিন্তু তবুও কবিতা ,তবুও বাস্ট হয়ে যাবার আগে একটু নতুন করে বেঁচে উঠার মন্ত্র ।
"তাই তো একটাই শর্ত কবিতার ল্যাবরেটরি এর "কবিতা লিখতে না পারা অর্থাৎ যা বিজ্ঞদের কাছে কবিতা নয় কিন্তু আমার ,তোমার ভিতর জমতে থাকা কথা "



অনেক জনের "না বলা কথা " আমরা পেয়েছি ।সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেছা । ভালো থাকবেন আর ভালো রাখবেন প্রিয় মানুষটিকেও ।।



               ধন্যবাদান্তে ,


                     জ্যোতির্ময় রায়
                   (    সম্পাদক  )






কবিতার ল্যাবটরি এর  টিম

তুলি রায়
জ্যোতির্ময় মুখার্জি
জ্যোতির্ময় রায়