নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রানি মজুমদার

 


বুদ্ধিজীবী
********




মুখ যেটা ভাবছো মুখ সে তো নয়।
মুখশের আড়ালে মুখ ঢাকা রয়।

ধান্দা যেখানে গভীর অসুখ
সেলেবের আড়ালে জুজুর মুখ

কষ্টের হাসিতে ভাঙ্গা মেরুদন্ড
বুদ্ধিতে উই পোকা আস্ত ভন্ড

নাম চাই ডাক চাই, চাই প্রতিপত্তি
গাড়ি বাড়ি নগদ কিছুতে না আপত্তি।

গান গেয়ে কবি সেজে পুরস্কার দরকারি
প্রভাবটা বেড়ে ওঠে দাগ লাগা  সরকারি।

চশমা সুগন্ধি ব্যাগ ঝোলা পরজীবী
বাজারে বেচলে পরে দাম শুধু এক জিবি।

খক খক হাসিতে চালখানা নবাবী
আওয়াজ বন্ধ রাখা ওটা নাকি স্বভাবী

এক কালে প্রতিবাদী এখন তা বন্ধ
আখের গুছিয়ে নেওয়ার কারবারি গন্ধ।


মহারাজের দরবারে এরা সব পোষ্য।।
লেজ নেড়ে গুটিসুটি ম্যাও ম্যাও হাস্য।


আসলে আবডালে লোভী এক মূর্তি
বুদ্ধির জীবিকায় মিথ্যেটা সত্যি।

কোন মন্তব্য নেই: