নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অনির্বাণ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনির্বাণ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অনির্বাণ দাস




মানবতা 
*******



মিশছে মানুষ মাটির নিচে
থাকছে মানুষ কাহিনীতে
ওই ছেলে টা সহজ সরল
হিংসা ভরা পৃথিবী তে !
যাচ্ছে মুছে শহীদের দান
ভাবছে ওপারে পূর্ব গণ
বলছে ঝুঁকে , হচ্ছে টা কি  ?
মা এর বুকে , এ কোন পাষাণ !
লাল মাটির অরুণ ছায়ায়
তরুণ কেনো রক্তে ভরায়
নদীর কূলে ওই ছেলেটা
মিথ্যে  কেনো দ্বন্দ্বে জড়ায় ?
গোলাপ চারা অরুণ , বরুণ
কাঁটায় আছে রক্ত বিন্দু
হালকা বুলেটে রাস্তা বুলেটিন
বিবেক হবেনা পূর্ণ চেতনা কিন্তু !
পারি না  আমি ফোটাতে ফুল
পারি না আমি জাগাতে কুল
পাই না আমি গোলাপ বর্তমান
পাই না  মাতুঃষ্বসা , মাতুল !
হোক , মেঘের ভেলা আকাশের জন্য,
নীল জল সমুদ্রের জন্য,
সবুজ রঙ প্রকৃতির জন্য,
কোকিলের গান বসন্তের জন্য,
সবুজের উচ্ছ্বাসে, ফুলের ঘ্রাণে
জাগুক আলোড়ন সবার প্রাণে  ! 
একটা আকাশ কি পারে সবটুকু মেঘ ধরে রাখতে?
একটা সাগর কি পারে সবটুকু জল জমা রাখতে?
আর একটা বসন্তই কি পারে সবটুকু ভালবাসা প্রকাশ করতে?
তার পরও যেন ভালোবাসায় পূর্ণ থাকে এই বসন্ত।
সেই শুভকামনাই থাকবে  আমার কলমের মূলে !
নীশি যখন ভোর হবে,
শুকতারা নিভে যাবে,
শুরু হবে নতুন দিন।
দু:খ হতাশা ক্লান্তি ভুলে
দিনগুলি হোক অমলিন,
শুভ হোক প্রতিটি দিন।

অনির্বাণ দাস





বাউল প্রেম
----------------



হঠাৎ খুব ইচ্ছে হয় নদীটির পাশে বসে থাকি
হঠাৎ খুব ইচ্ছে হয় মনের বাক্সকলে তোমায় রাখি
হঠাৎ খুব ইচ্ছে হয় নদী হয়ে বয়ে যাই তোমার চোখে
হঠাৎ খুব ইচ্ছে হয় , মাঝরাতে তোমার নামে কবিতা লিখি ,
হঠাৎ খুব ইচ্ছে হয় বুকের মাঝে মাথা রেখে একটা গান শুনি! 
আবার , খুব ইচ্ছে হয় পাখি হয়ে উড়তে তোমার আকাশে ...
তোমার বাড়ি এলে ক্লান্ত পথ বিদায় নিতো
বিদায় নেওয়া মোড়ে কত বিচিত্র অক্ষরহীন রূপক কাঁথা সেলাই হতো।
খুব ইচ্ছে হয় রোদ্দুরে তোমাকে জ্বালাতে
ছায়ায় ভরা শান্ত বিকেল আমার করে কাটাতে!!
আজ রাতে নাকি পাহাড়ি বৃষ্টি হবে
বৃষ্টিতে মিশবে দুটি ভাসমান ব্রিজ
প্লাবিত হবে আঁধারের নষ্ট অভিসন্ধি
পূর্ণ হবে তোমার আমার জলরঙে আঁকা ছবি !