নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অভিজিৎ দাসকর্মকার





কয়েকটি রাগের কথা
********************




আমি বৃষ্টি ভাবি আর সূর্য ভৈরবীর ছবি তোলে
চার দেওয়ালের পটদীপ দৃশ্যকে
   শাওয়ার জলে আদর করি
তোমার দৃষ্টিতে ধুতরো ফুলের গন্ধ
ল্যাম্পপোস্টের মোড়ে আলো হয়ে যেতে দেখি।
সোনালি চন্দ্রকোষের কোলে তোলা মেয়েটির গার্গী নাম
   পিচ রাস্তার মোড়ে সেলুনকবি
   সমুদ্র-আকাশ মিলিয়ে সরলরেখা টানে
   মুড়ির ঠোঙায় দাঁতের কালসিটে রেখা
প্রতিটি লাইন সমতলে গাণিতিক নৃতত্ত্ব থাকলেও
    শূন্যতার ভিতর ভালোবাসারও সন্ধে নামে 
আসাবরী থেকে কাফির ঠোঁটে ক্রিয়াপদের সুর
       দুচোখে তোমার অঘোষিত ছবিতে
মোনালিসার হাসি...

কোন মন্তব্য নেই: