নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শুভদীপ পাপলু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভদীপ পাপলু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুভদীপ পাপলু



বেলা, বোস নয়
  ************* 



সিঁদুর দান সমাপ্ত;লগ্নভ্রষ্টায়
এবার মালকোষ রাগ ধরো।

জানি,ডুবে যাব জলোচ্ছ্বাসেই।
তবু,যদি পরাগমিলনের নিগূঢ়
ইতিহাসে,হয়ে যায় কণ্যা বিদায়-

বা,বিধবা হয় নারী-সমগোত্রীয়...

তবে তাকে সন্ধিবিচ্ছেদ শিখিও;
যেহেতু,পুষ্পসজ্জিত এই তদ্ভব মূর্তি
হতে ক্ষরিত ' শ্রী শ্রী দুর্গায় নমঃ'।

সমকামে নিশ্চিহ্ন যত ছেদ-যতি,
তার চেয়ে অধিক কামাতুর,ধর্মও।

অনবদ্য তুমি;মূর্ত দৈহিক চলাচলে
যেন,হঠাৎ মৃত্যুর মতো,চোখ খোলা...

এই রূপ অর্জন করেছে বহু সুখ্যাতি।
কখনও জঙ্গলে,কখনও বা দাবানলে, 
কারণ পা'দুটো দাঁড়িয়ে গেছে,বেলা!

শুভদীপ পাপলু

 


দোষ
  ****



সন্দেহ প্রকাশে, দু'ফোঁটা কুলিন বৃষ্টির হাতখরচ
থেকে,চুরির বহর দিয়ে-স্তব্ধের ছুতোয় গালাগালি...
শুনে নিরন্ন চৌকাঠ গেয়ে ওঠে;যে প্রশ্নের গরজ
ফুরোলেই শুয়ে পড়বে; সুদে-আসলের মফঃস্বলী।

ঘেউ ঘেউ বস্তা সমাজ,ঘেউ ঘেউ উদাসী আক্রোশ

এ-ধর্মের পশ্চাতে রাত নামে নরকের স্বরে স্বরে,
এ-আঘাত জানায় বেহস্তে বুলেট কতো বেমানান,
এ-বিদ্বান ছায়া হবে,নয়তো-কোনও কৃষ্ণপ্রহরে--
আর ডাকবে না এক পাখি,অবলা কথায় দ্বেষঘ্রাণ।

পিছু পিছু বদান্যতায়, কিছু কিছু অনিচ্ছার ফোঁস... 

এসব তো মান্ধাতার। 'আজ্ঞে বলুন হুজুর,তীর্থযাত্রী'
ফিরে গেলে,হঠাৎই মাথা'টা নামিয়ে শত উজবুকে
প্রথা মতো প্রসাদভিক্ষায়,আর-দূরে পন্থা বিলি করি
যেমন নিশ্চিত পশ্চাতে চলি;হে মরন,পথের ডাকে
গেয়েছিলে,স্পর্ধা শুকোচ্ছে,এ যেন আজানের দোষ

শুভদীপ পাপলু




 রে-গা-মা-পা
 ************



হত্যা'র বেশি,আমি যে,আর কিছু করতে পারি না,
সন্ত্রাসবাদ গঠিত হয় আমারই হিংস্র বুকে
ও দিকের অস্ত্রমিছিলে; ঢেলেছি প্ররোচনা--
এ দিকে জানিনা,কেন সবাই, 'কবি' বলেই ডাকে?

রক্তসুরা পান করে,শেষ পা'দুটো টলে।
তবুও এই রক্তেই পাই,মায়ের হাতের আরাম
হুবহু নদী বয়ে গেছে,সাতটি তারার দলে
ঠিকানা এখন উদ্বাস্তু,ও-কেয়ার অফ বদনাম।

মানবতাবাদ,দূর কি বাত্ ; বন্ধ ঘড়ি'র সময়
অধিকার আজ অন্যের ছেড়ে,নিজের খেয়ালে চলে
সেই কাজে সবে হাত দিয়েছি,পৃথিবী'র সব রাস্তায়
গুলি চলবে,জেল ভরবে,আগামী প্রতিটা সকালে।

ততক্ষণ'ই শান্তি থাকবে।ভাত পাবে,মানুষেরা...
যতক্ষণ যুদ্ধ করবে দেশদ্রোহী কবিতা'রা।

শুভদীপ পাপলু






মিসিং লিঙ্ক ও এক আহত পদার্পণ
******************************



ফের দারিদ্রসীমা দূর করছো সেলুলয়েডের পর্দায়, 
অথবা মধ্যরাতে শর্করা মিশ্রিত ব্যর্থ অ্যানাইহিলিনে
বা উপনিষদের ব্লাড রিপোর্টে সর্বভুক সাইবেরিয়ায়
কিংবা সাপলুডো খেলার অনিষিক্ত কথোপকথনে?

গঙ্গাবক্ষেই সবেমাত্র উত্থিত এ বুর্জোয়া কবির ঘাম
এ মুক্তমঞ্চ সাজালো কেবল শ্রাবস্তী'র কারুকাজ
কোন গ্রন্থি'তে সাপুড়ে বাজায় নায়িকার বদনাম, 
এ কোন সার্কাসে অতিথি তুমি?মহারাজাধিরাজ!

শ্রাবণধারা অস্তাচলে,চলে মস্তানি ফিল্মি দুনিয়াতে, 
কিপারের হাতে গ্লাভস্ নেই,তবু তিনি নাকি আছেন
তিনিই আজও ঘুষ খেয়ে যান সৃষ্টির বীজ বুনতে, 
অভিজ্ঞতার পাপ ঘোচাতে শিশুর রক্ত মোছেন!

আঁধার ঘনিয়ে চশমার ফাঁকে নরমেধ ব্রিজ তুলি
কোথায় জওয়ান,কে আগুয়ান,কোন পথে সভ্যতা
শক্তিহীনা কর্ম করে,ধর্মঘটে-আঁতকে ওঠে বুলবুলি
কুমির কাঁদলে আজও দেখি রঙ মাখে কলকাতা।

এ পাঞ্চজন্য তোমার নয়,ওনার রণসাজ...
এ কোন সার্কাসে জোকার তুমি?মহারাজাধিরাজ!


শুভদীপ পাপলু

সাডেন ডেথ
 ***********



অন্য ঋণের সাতসকালে,
কালো মানুষের ছাল
তোমার দেহে গাছ পুঁতেছে,
শুকনো লংকা'র ঝাল।

বাকি যুগের হিসেব খাতা,
সাইরেন-এ কফি মাগ
কলমপেষা জীবিকা তোমার,
আমার দেশ ভাগ।

কড়িবরগায় নকশালবাড়ি,
আসমুদ্র হিমাচল
ছন্দ হারুক তোমার নিচে,
আমার কর্মফল।

কাল কিশোরী'র রান্নাবাটি,
ইছামতি'র কূল
তোমার ওজোন্ বাড়ছে খুব'ই,
আমার ভাতে ভুল।

তোমার ছবি দ্য ভিঞ্চি মুখ,
শ্রমিক শ্রেণি'র ঝি
তোমার চোখের আইন অমান্যে,
ব্যারিকেড ভেঙেছি।