নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

নবনীতা সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নবনীতা সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নারীজন্ম : নবনীতা সরকার





শরীর থেকে খসে পড়া লাবণ্যের 
সবটুকু মেদ,
রোদচশমার আড়ালে লুকিয়ে রাখে
আমার সার্থক নারীজন্ম। 

মাটি ছোঁয়া থেকে মাটিতে শোয়ার যাত্রাপথ,
ক বর্গ থেকে শ বর্গ পর্যন্ত হাজার একটা জন্মান্তর

একটাই আক্ষেপ ,
এ জন্মে ভালোবেসে
এক থালা ভাত বেড়ে খাওয়াতে পারিনি কাউকে। । 

নবনীতা সরকার






স্রোতের ধারে
          



তারপর,
অন্য অন্তর ভাঙে অন্তরাল---

অমানিশি জাল বুনে চলে
নির্ভেদ মায়াচাদর ঢেকে বুকের ক্ষত লুকায়-
অতসী চাঁদ। 

ঘোর একাকীত্ব----ঘর বেঁধেছে---রাতের গুহামুখ

ভিতহীন অঙ্গীকারের সিঁথি আজ তাই ধূ ধূ মাঠ। 

রাত জানে শুধু,
তার আসার পর থেকে তার মাড়িয়ে যাওয়ার পর পর্যন্ত---বৃত্তাকারে ঘুরে চলেছে যে পথ,
সে পথেই সমাধিস্থ সকল নীরব কথা। 

তাই আজ,জলসমাধি নিক এ অন্য অন্তর -
অন্য অন্তরালে।

নবনীতা সরকার




নরক কোথায়?
 ************


           
এখানে এখনো আগুন জ্বালেনি আলো। 
এ পৃথিবী এখনো প্রদীপ শিখার তলে

কালের যাত্রা রুখে আজ
রোশনাই হয়েছে আলপথ। 

উপড়ে গেছে আগাছা মূল
দিনের শেষে শুধুই পোড়া গন্ধ আর কুন্ডলীকৃত ধানজমি। 

তবু,পত্পত্ করে উড়ছে সুসভ্যতার বিজয় পতাকা। 
কপাল ঢেকে গেছে শোণিত টিকায়। 

শুধু,বিস্তীর্ণ মরুর মাঝে
যজ্ঞভস্ম অঙ্গে ঢেলে আপাদমস্তক ঘৃত লেপন করে নিস্পলক আকাশপানে চেয়ে শুয়ে আছে-উলঙ্গ শৈশব। । 



  আবেদন
  ********



গভীরতার আর এক নাম প্রেম-
যদি তাই ই বলতে হয়,তবে

রাত্রি কে গভীর হতে দাও আর ও

নিস্তব্ধ রাত্রির শব্দিত তরঙ্গে
কান পেতে শোন-

সমুদ্র যতটা ঢেউ তুলে গাঢ় হয় ধীরে ধীরে,
রাত্রিকালীন জোয়ার এলে ঠিক ততটাই গাঢ় হচ্ছে নীলচে প্রেম। ।