নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সৌমেন দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৌমেন দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রাতের ভাঁজে চশমাকাচে:- সৌমেন দাস




রাত বাড়ে

ফ্যাকাশে হয় অনুভূতির মানিপ্লান্ট

শেষ চুমুকে পেয়ালাজুড়ে উঁকি দেয়
কত শত কাহিনিরা

শীর্ণ হয়ে আসে খুশির রেখা

টেবিলে রাখা নতুন চশমাটাও ঠাট্টা করে

ভিজে যায় নিরিহ দুটি চোখ

আর পদ্যরা সব গদ্যপাড়ায় মুখ থুবড়ে পড়ে …

রাতের ভাঁজে চশমাকাচে : সৌমেন দাস





রাত বাড়ে

ফ্যাকাশে হয় অনুভূতির মানিপ্লান্ট

শেষ চুমুকে পেয়ালাজুড়ে উঁকি দেয়
কত শত কাহিনিরা

শীর্ণ হয়ে আসে খুশির রেখা

টেবিলে রাখা নতুন চশমাটাও ঠাট্টা করে

ভিজে যায় নিরিহ দুটি চোখ

আর পদ্যরা সব গদ্যপাড়ায় মুখ থুবড়ে পড়ে …

স্মৃতিফুল :সৌমেন দাস




তোর কথা খুব মনে পড়ছে আজ
মনে পড়ছে দুপুরের সেই নির্জনতা
যেদিন তোর বুকের খাঁজ ঠেলে
কামনা এসে ছুঁয়েছিল আমার পাতলা ঠোঁট
মনে পড়ছে তোর দুটি নেশাচোখ
আর রোদভেজা শরীরের শীৎকার
বড়ো মনে পড়ছে রে আজ ...

আচ্ছা, তোরও কি মনে পড়ে সেইসব?
আজকের চেনা ভূগোলে একবারও কি
উঁকি দেয় সেই চেনা ইতিহাস?



একটি ফ্লাশব্যাকমুখর কবিতা : সৌমেন দাস





পুরনো খামের তহবিলে
বস্তাপচা যন্ত্রণা সব নীল হয়ে যায়,
সোয়ালোপাখির মতো আনাগোনা করে স্মৃতির আর্কাইভ!

মনমেরুদেশে শ্যাওলা জমে গেছে সে তো বহুদিন হল,
ঘোর গৃহস্থ বয়সে তবু প্রেম ডানা ঝাপটায়…

সবুজ যন্ত্রণা যত ছিল গোলাপি মুগ্ধতায় তারা মাঝে-মাঝেই লাঞ্চটেবিলে কথা কয়,
স্মৃতিপিপিলিকার কামড় যে বড়ো মধুর লাগে আজ…

মন-অ্যাকোয়ারিয়ামে ভেসে ওঠে
প্রথম সেই কাছে আসা
প্রথম স্পর্শ
আর প্রথম শীৎকার…