নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আহাম্মেদ হৃদয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আহাম্মেদ হৃদয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সব কিছু দূরে সরে যাচ্ছে : আহাম্মেদ হৃদয়



সব কিছু দূরে সরে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে সোনালি দিনগুলো।

আমার জন্মের মায়া ভরা ভিটে
জামতলা বৃক্ষের অমল ছায়া।
হারিয়ে যাচ্ছে আমার সকল
চির চেনা মানুষের মুখ।

হারিয়ে যাচ্ছে পদ্মার মতো
বিস্তৃত সকল নদী
হারিয়ে যাচ্ছে রকমারি পাখিদের
মনোমুগ্ধকর কোলাহল।

হারিয়ে যাচ্ছে শৈশবউত্তীর্ণ
সকল প্রকার খেলা
হারিয়ে যাচ্ছে এদেশের
গ্রাম -গন্জের মেলা।

আমিও হারিয়ে যাচ্ছি
প্রবল স্রোতের টানে অতল সাগরে
হারিয়ে যাচ্ছি সংচূর্ণিত কাচের মতোন
বিশাল সাগরের জলে।

টি-টুয়েন্টি ক্রিকেট : আহাম্মেদ হৃদয়



ক্রিকেটের দামাকা টুয়েন্টি ওভারে
টান টান শিহরণ, গ্যালারির ভিতরে।

জাদুকরী বলার বল করেন পিচে
বলে বলে ছক্কা, মাথা বুক চিতিয়ে।
শতকের সেন্ঞ্চুরি নিতে চায় হাকিঁয়ে
বল দেখে ব্যাটসম্যান, থাকে শুধু তাকিয়ে।

আগুনের ফুলকি ঘর্ষা খায় পিচে
ব্যাট হাতে ব্যাটসম্যান, চোখ দেখে শর্ষে।
প্রতিবলে মনে হয় এই বুঝি ছক্কা
ঘুর্নির গতিবলে ব্যাটসম্যান অক্কা।

শিশুর না: আহাম্মেদ হৃদয়



হাসঁ ডাকে
মুরগি ডাকে
ডাকে কবুতর।

তাই না দেখে
শিশু নাচে
নাচে নয়া বর।

হাসঁ ডাকে খালে-বিলে
মুরগি ডাকে চালে।
শিশু নাচে মাঠের ভিতর
নয়া বরের সাথে।

বিষণ্ণ হৃদয় :আহাম্মেদ হৃদয়



তুমি বোঝতে পারনি,
কোনটা রাগ
কোনটা অভিমান।
আমি বোঝাতে পারিনি,
আমার মনের ভালোবাসার স্লোগান।
রাগ অভিমানের গাড়ি,
চলছে অভিরত।

চমকে উঠিনা আগের মতো আর
না শব্দটি শুনে।
কষ্টআমার শেষ্ঠ সময়
এটায় নিয়েছি মেনে।

তুমি বোঝতে পারনি
কোনটা রাগ,
কোনটা অভিমান।
জানি আমি বোঝবে একদিন তুমি
সকল না বলা কথা
বলবে ভালোবাসি বারে বার।
কিন্তু,আমার মুখে হারিয়ে যাবে
ভালোবাসি তোমাকে এই স্লোগান।

সে ভালোবাসা বোঝে না : আহাম্মেদ হৃদয়



সূচনা..........
তুমি কি ভালোবাসাও আমায়,
নাকি ভাসো না?
রাত দিন একাকার হয়ে যায়
কষ্ট যত্ননার তীব্রতা........
বুকে হাজারো যন্ত্রণা
সূচনা তুমি কি তা বোঝনা।
ভালোবেসে যোদি করে থাকি ভুল
যতন করে কেনো হাতে দিলে ফুল।
দিয়েছো একি যন্ত্রণা
তোমার অনুভুতি ছাড়া,
কিছুই ভালো লাগে না।
ঐ সূচনা.......
আমি তোমাকে কতো খুঁজেছি
পদ্ম, মেঘনা, যমুনায়।
তুমি আমাকে দিয়েছো
কষ্টের এক বিশাল হিমালয়
বলেছিলে আসবে তুমি ফিরে
কিন্তু, তুমি আর এলে না।
তবে তুমি কি আমাকে,
আর ভালোবাসো না...?
ঐ সূচনা...
আজ আমার ঘর আমার কাছে
সুখ দুঃখের আলপনা।
বলে ছিলাম তোমাকে নিয়ে
আমার স্বপ্নের রঙিন ঘর সাজাঁবো,
কিন্তু, সেটা বোঝি আর হলো না।
তোমাকে কতটা ভালোবাসি,
কেনো তুমি তা বোঝোনা।
আমার ভুলটা কি সেটা...
তুমি বলো একবার।
সূচনা......
তুমি কি ভালোবাসো আমায়
নাকি ভালো না...?
ঐ সূচনা...
সূচনা

অন্তর কালা .... আহাম্মেদ হৃদয়



ধর্ষিতা নও তুমি,
ধর্ষক বটে
এই পৃথিবীতে এইসব,
হাজারো দূর্লভ ঘটনা ঘটে।

দেহ পোড়ানো জ্বালা
ভুলিতে পারেনা তারা।
যে জ্বালিয়ে মারে তাকে
সে তো বোঝেনা তাহার কষ্টটাকে।
সে মোহে অন্ধ হয়ে জ্বালায় তাকে।

নিজের দেহ হয় দখল
অন্তর হয় কালা
এই সব ঘটনা ঘটে
মধ্য রাএীবেলা।

বিবেক শুন্য প্রতারক তুমি
ক্ষমা পাবিনা আর
তদের জন্য আসছে একদল
সুশীল ছাত্র সমাজ।

অন্যায় দেখলেই প্রতিবাদ করে
পিছু পা হাঁটেনা তারা
ন্যায়ের পক্ষে জন্ম তাদের
অন্যায় দেখলে জ্বলে ওঠে তারা।

অপেক্ষা ,,,,,, আহাম্মেদ হৃদয়



মেঘলা বিকেলে বসে আছি,
তুমি আসবে বলে।
সময় আমার পার হয়না
তুমি পাশে নেই বলে।

নদীর কিনারায় দাড়িয়ে দেখি
মাঝি নাই ওপারে।
কষ্ট হলেও বসে আছি
তুমি আসবে বলে।

হাজারো মানুষের আনাগোনা
তোমার দেখা নাই,
বিশ্বাস ছিলো আসবে তুমি
অপেক্ষা করে যাই।

বৃষ্টি আকাশে মেঘ ডাকছে,
তবু যাইনি সরে।
চিঠি দিয়েছিলে আসবে তুমি
কদম গাছের তলে।

 দুপুর কেটে সন্ধা হলো
তোমার দেখা নাই।
অপেক্ষা আমার শেষ হয়েছে
বাড়ি ফিরে যাই।

বাড়ি ফিরে অপেক্ষায় ছিলাম
একটি চিঠি দিবো।
তুমি বোধহয় ভালো নাই,
সে খবরটি নিবো।

লাল রঙের স্বপ্ন... আহাম্মেদ হৃদয়



কোন এক মেঘলা দিনে,শনশন বাতাসের মাঝে,
লাল শাড়ি পড়ে অপেক্ষা ছিলো কোনো এক মেয়ে।
লাল শাড়িতে সাজবে বলে,
কথা ছিলো লাল খামের চিরকুটের মাঝে লেখা।

হাতে ছিলো এক গুচ্ছ লাল টকটকে ফুল
দাড়িয়েছিলো লাল রঙ করা উঁচু  দেয়ালের পাশে। অপেক্ষায় ছিলো লাল ফিতা লাগালো ঘড়ির দিকে,
কখন আসবে, যাকে লালন করছে এতদিন বুকে।

পড়ন্ত বিকেলের সূর্য ডোবা লাল আলোটি,
এসে ওকি দিচ্ছে লাল রেশমি চুড়িতে।
লাল চুড়ির রিনিঝিনি ভেসে বেড়ায় আকাশের তরে
লাল ঝুমকোতে অপরুপ সৌন্দর্য লাগছে তাকে।

আমিও অপেক্ষায় ছিলাম লাল পান্জাবী পরে,
লাল খামে তোলা একটি চিরকুট পেয়ে।
সেই লাল রঙ আমি পড়িয়ে দিয়েছি,
এই মেঘলা আকাশ ও পড়ন্ত বিকেলের মাঝে।

প্রকৃতিকে কি চমৎকার লাগছে!লাল রঙে সেজে
প্রিয়তমার সাথে দাড়িয়েছিলাম,
কৃষ্ণচূড়া ফুলফোটানো মুগ্ধকর গাছের নিচে।
বাতাসে শূন্য ভাসছিলো ফুলগুলো মাথার উপরে।

তোমার সাথে দেখা হবে কি?এমনটি করে,
নাকি আমার লাল রঙের সপ্ন হারিয়ে যাবে
কোন এক কালো রঙের আড়ালে।
নাকি লাল হয়ে ওকি দিবে আমার হৃদয়ে।

পোষা কষ্টগুলো :- আহাম্মেদ হৃদয়



মনের ভিতরে পুষে রাখা
কষ্টগুলো ফুঁসে উঠতে চায় অন্তনির্শে

বলতে ইচ্ছে করে বজ্রকন্ঠ সুরে
আমি তো অভাগার সন্তান নয়।
তবে আজ কেনো লোকে আমাকে ডাকে
সমাজের দেওয়া নাম ধরে।

মার আদর স্নেহ ভালোবাসায়
কেটেছে আমার দিনকাল।
আজ আদর স্নেহ করার মতো কেউ নেই,
বলছি আমি এক সমাজের দেওয়া কাঙ্গাল।

হাজারো বায়না পূরণ করতে
চেষ্টায় ছিলো মা আমার।
আজ বায়না করতে মানা আমার
চেষ্টায় থাকি অন্ন যোগাতে।

বায়না আমার অন্ন দেয়না
কষ্টে কাটায় তিনবেলা।

আজ ভাগ্যর নিয়তির টানে,
রাত-যাপন করছি রাস্তার পশুদের সাথে।
এখন আমার দিনরাত কাটে
মার মতো মানুষের অবহেলা পেয়ে।

হাত পেতে বলি দুঃখি আমি
ধাক্কা মেরে বলে শালা এখানে কি?
আমি তো নবাবপুরের ছিলামনা দুঃখি।
নবাবের একমাত্র ছেলে ছিলাম আমি।

যারা আমার বাবার পদতলে ছিলো
আজ তারা আমাকে লাথি মারে।
সমাজ সেবার অন্তরালে
লুকানো ওদের লোমশ চরিত্র।

তাই, কখনো ইচ্ছে করে,
বনের হিংস্র পশু হয়ে যেতে।
ইচ্ছে করে প্রচন্ডগর্জনে
পৃথিবীটাকে কাঁপিয়ে দিতে।