নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রিক্তা রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিক্তা রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবিতার তরে : রিক্তা রায়


জীবনপথ কতটাই বা আমাদের
তবু এরই মাঝে নিজেকে দিই বাজি।
শুকনো গাছ ভিজেছে কতোবার
অশ্রুসিক্ত হয়ে আঁখিদুটি!
কতো চেনামুখের দেখেছি অট্টহাসি
আশীর্বাদ রুপে তবু কাছে টেনে নিয়েছি।
অহংকারের সীমায় চেয়েছি দেয়াল তুলে দিতে,
ভালোবাসার মোহে তা পারিনি!
সুযোগ সন্ধানীর পথ করেছি অবরুদ্ধ
মিথ্যের আলপিন ভেঙে করেছি চূর্ণবিচূর্ণ।
আলগা করেছি  অশালীন বন্ধুত্বে,
মরচে পড়েছে স্বজনপ্রীতি!
তবুও কলমমুখর হয়ে কতো স্বপ্ন দেখি
কবিতার টানে ডায়েরীতে চোখ রাখি,
যদি কারো একটু তারিফ জোটে
খুশিতে যদি মুখে ফোটে একটু মুক্তো হাসি!