নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সজীব বড়ুয়া বাপ্পী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সজীব বড়ুয়া বাপ্পী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আঘাত এবং মনুষ্যত্ব : সজীব বড়ুয়া বাপ্পী






আকাশের কালো মেঘ —
দূর থেকে দেখা হয় , 
কিন্তু কেন তাহা !
কেহই বুঝার চেস্টা করি না ।


ঠিক মন ভেঙ্গে পড়ে —
যখন কেউ আঘাত করে যায় । 
মানসিক চাপ প্রখর , 
রৌদ্রের চেয়ে প্রখর । 


এই বুঝি উঠে দাঁড়াবো , 
পারা হয় না । 
হেরে যায় বারে বারে , 
তবু এগিয়ে যাওয়ার জয়গান গায় । 


আমিত্ব নই —
জাগ্রত হউক মনুষ্যত্ব ।