নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কবি রুদ্রপতি এর একটি কবিতা

           


              বাংলা কবিতায়
                ***********

           

হরি ও আল্লা ভরসা
যখন ব্যর্থতা আসে, মন ভেঙে যায়
এপারে নৌকা মাঝে ভয়ংকর স্রোত
ওপারে জরুরি যাওয়া, চোরও নিশ্চুপ
আমিও চোরের মতো নদীটি পেরিয়ে
ওপারের লোকাল গঞ্জে গিয়ে
 চুরি করতাম প্রেম, জ্যোৎস্না, ফুলের গন্ধ
মনে পড়ে? তুমি তখন কলেজে পাওনি;
কিন্তু এখন নদী ভয়ংকর
ফেরি চলাচল বন্ধ, মাঝি ও যাত্রীরা অসহায়
মাঝির জীবিকা বন্ধ
চোরের চুরি বন্ধ
আমার প্রেম বন্ধ
কিন্তু কবির সুবিধে এই
লিখতে পারে লোকাল কবিতা
যেখানে বাজে লোকায়ত শব্দ ও অভিমান
ভরসা অনেক ছিল, কিন্তু এই যে কবিতা লেখার নেশা
যা সায়েন্স পড়ুয়াদের মাথায় একবার ঢুকে গেলে
বিপদ, ব্যর্থতা নামে;
তবু একদিন আল্পস পর্বতে উড়ে যাওয়া পাখি দেখে
যে মানুষ বানিয়েছে উড়োজাহাজ
তার কাছে আমার অনন্ত ঋণ
কারণ এই নদী পেরোতে পারি এখুনি
উড়োজাহাজ যদি ব্যবহার করি।