নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পীযূষ গায়েন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পীযূষ গায়েন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চোখ :পীযূষ গায়েন



প্রথম যেদিন দেখেছিলাম তোমায়
সেদিন থেকেই চোখ ফেরানো বারন,
ক্লাসের সাথে ফুরিয়ে গেলে সময়
সারাটা দিন মন কেমনের কারন।

আমি তো বরাবরের মতোই
চোখে চোখ পরলে লুকাই খানিক,
আজ তোমাকে দেখছি আমি যত
আড়চোখে তা দেখতে সেটাও যানি।

এরপর চোখে চোখেই কথা
ইশারায় বুঝিয়ে দিতে সবি,
চোখ ঠেলে বলে যেতে রোজ
সাবধানে রাস্তা পার হবি।

তুমি ওই কাজল দিলে চোখে
আমি তো হারিয়ে যেতাম রোজ,
কেনো এক ক্লাস পালানোর ঝোঁকে
একই সাথে দুই মানুষে নিখোঁজ।

এভাবেই কাটলো বছর খানেক
দু-চোখে নেই তো চাওয়া পাওয়া,
হঠাৎ এক নতুন বাউল গানে
পৌষে কালবোশেখি হাওয়া।

ক্রমশ চোখের কোনে জল
ভালবাসা ঝরছে দু-চোখ থেকে,
অজথা মিথ্যে কথার ঢল
রাতোরাত চোখে চোখ রেখেই।

এভাবেই হারিয়ে গেল প্লাবন
দুচোখে শান্ত জোয়ার ভাঁটা,
কোনো এক মনখারাপের ফোন,
 দুটো গিঁটে ঝুললো আড়কাটা।

সকালে নিথর একটা শরীর
সাদা থান নিজেই পরে নিলো
সব শেষ,গলায় চাপা দরী
তখনও চোখটা খোলা ছিল!!