হাত ধরো বলছি...
মৃত্য উপত্যকায়।লাশ।সবাই।
নিজের মৃত্যুতে দিচ্ছি হাততালি ।।
তুমিও তো বেশ লুকিয়েছো মুখ।শাড়ির আঁচল।
ক্ষয়-বুকে পাথর।ভালোবাসো ।মিথ্যে
বলেছো স্নানের ঘরে বাষ্প হয়নি'কো জল ...
এরপর আমি ভীষণ বিপ্রতীপ...
ভীষণ কষ্ট হলে ,আঙ্গুল গুনে রাখো।
ভালোবাসি,ভালোবাসি। মৃত্যু তোমায়
নিভছে সে প্রদীপ।।
সে বুকে মিছিলে কোনো।প্রেমহীন।জমে গেছে
লাল। গুলিতে জমছে রক্ত।
আসলে তোকে ভালোবাসি না'ত...।।