ভালো থাকতে শিখতে হয়
**********************
এই এতো এতো ভাবনার চাপে মনটাই যে মরে যাবে
তুমি ভাবনার মালা পরে একটা মড়া মনকে নিয়ে কি
সারাজীবন কাটাতে পারবে ?
তুমি কি জানো না , সমস্ত জীবন্ত সমস্যার ভিতর সাঁতার কেটে
সৈকতে উঠতে হয়, ভালো থাকতে হয়, গোধূলি ফুলের মতো মৃদু হাসতে হয় ? তুমি কি বোঝো না এসব ?
তুমি চুপ করে নির্জনে বসে কথাগুলো শুনছো আর ভাবছো ,
তাপপর হাত মুঠো করে বললে আমি ভালো থাকতে শিখবো --
আমি ভালো থাকবো ফুলের মতো , আকাশের মতো , বাতাসের মতো , নদী , বৃক্ষলতা , জীবজন্তু ---আর সকলের মতো
কিছুক্ষণ পরেই হয়তো শুনবে বোমার আওয়াজ, গুলির গর্জন, কারো কারো জ্বালাময়ী ফাঁপা ভাষণ,
শুনবে শিশুর নিস্পাপ সরল হাসি , মনকেমন করা গান
এইসব রোদ- বৃষ্টির গায়ে মেখে সকলেই ভালো থাকে,
তুমিও ঠিক একদিন ভালো থাকতে শিখে যাবে
ভালো থাকাটা অঙ্কের জটিল সূত্র, চর্চা করতে হয়,
মাজতে ঘষতে হয়, মুখস্থ করতে হয়
না হলে কূলে এসে তোমার নৌকা ডুবে যাবে
আসলে আর পাঁচটা বিষয়ের মতো ভালো থাকতে শিখতে হয়
নাহলে তোমার বছরভোর উৎসব বলে থাকবে না কিছুই
আনন্দ বলে থাকবে না কিছুই
বিষাদ বলে থাকবে না কিছুই
মন বলে থাকবে না কিছুই
প্রাণ বলে থাকবে না কিছুই. . . .


