নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ঝুমা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঝুমা চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঝুমা চৌধুরী




চৌকাঠের ওপারে
***************


স্পর্শকাতর ইচ্ছা গুলোতে সাহসের প্রলেপ লাগিয়েছিলো

যে দলছুট মেঘ

তার কাছে হাত পেতে একদিন বৃষ্টি চেয়েছিলাম আমি

ঝড়ের বুকে হাত রেখে বলেছিলাম

"এলোচুল উড়িয়ে, বুকের আঁচল সরিয়ে

লজ্জাকে উড়িয়ে নিয়ে যা দেখি"

গুমোট বিকেল বললো, "তবে যে তুমি অশুচি হবে!"

অস্ত যাওয়া সূর্যের চোখে চোখ রেখে অহংকার দিয়েছিলাম ছুঁড়ে

বলেছিলাম,"বেশ, হোক আমার সর্বনাশ "

গভীর রাতের গল্প গুলো যদিও ছিলো বড়ো বেশী সংযত,

শরীরী গন্ধ উপেক্ষা করে,সোজা মনের গালে গাল ঘসলো!

আমি অস্থির হয়ে বলেছিলাম,"ওওও মেঘ,

তুমি অমন কেনো!!

মন ভিজলে ক্ষতি নেই,শরীর জবজবে হলেই দোষ!!"

মেঘের মুখে তখন জয়ের হাসি।

আজ আমার উঠান জুড়ে মেঘ ভেঙে ভীষন বৃষ্টি

আর আমি বারান্দার পাশ ঘেঁষে চুপটি করে দাঁড়িয়ে

"ও মেঘ, আজ যে আমার ভীষন জ্বর!!"