নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সাহা শোমী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহা শোমী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আর নেই ভয় : সাহা শোমী



আনাড়ি সমাজের চোখে আমি যে কেবলই অবলা নারী
নারী সেও,যে লক্ষীবাঈ
শত শত‌ বিদেশীর ওপর পড়েছিল ভারী।
মরতেও যে নেই ভয় আর,
নিজ অস্তিত্বের দায় শুধুই যে আমার।
জড়াবো না কাউকেই আর।
নামেই আপন যারা ,সেসব ভীতুদের নেই স্থান জীবনে আমার।
বেঁচে  রোজ রোজ মরেছি,
 মরে মরে রোজ বেঁচেছি।
জানি‌ দৃঢ়তাই শুধু আছে সাথে,
তবু বাঁচা টা নাহোক মুক্তি তো আমারই হাতে।
ভীতুরা খুঁজিস না আমায়,
এসেছে আমার মুক্তির সময়।
তোরা থাক দূরে ,এ যে আমার একার সমর
ভাবিস না আত্মা যে অবিচল, রয়ে যাবে অমর।
নেই ভয় এ্যসিডে ,বরবাদ যে কুড়িতে
তার ভয় কি বল  শান দেওয়া ছুড়িতে?