নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

চৈত্রী ঘোষ হাজরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চৈত্রী ঘোষ হাজরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চৈত্রী ঘোষ হাজরা






ভগবান
*******


ছোট থেকেই প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে? 
এই প্রশ্ন করে করেই জ্বালিয়ে খেতাম মাকে। 
মা বলতেন, ভগবান? তাঁর তো হিমালয়ে বাসা।
নেমে আসেন ধরাধামে, পূরণ করতে আশা।। 
সত্যি করে, ভক্তিভরে, ডাকিস যদি, তবে।
দেখবি ঠিক তোর জন্যও নেমে আসবেন ভবে।।

সেই থেকে যখনই বিপদে কাঁপত আমার মন।
দুরুদুরু বক্ষে করতাম ঈস্বর স্মরণ। 
কিন্তু আমায় অবাক করে উনি আসতেন না।
সব বিপদে, সবসময়ে, পাশে থাকতেন - মা।।

পেনের ঢাকনা হারিয়ে গেছে? জামাকাপড় পাচ্ছিনা? 
মন ভেঙেছে? আরকি আমি আঘাত পেতে চাচ্ছিনা? 
সব বিপদে মুখ লোকাতাম গিয়ে মায়ের কোলে। 
আমার বিপদ হারিয়ে যেত কোন এক মন্ত্রবলে।।

কিন্তু আমার মা তো মানুষ, ভগবান তো নন।
কেমন করে বল উনি অজেয়, অমর হন!!? 
ওনারও তো ভাঙছে শরীর, চোখের কোলে ভাঁজ।
এখন আর আগের মত পারেননা তো কাজ।।

বয়স বেড়ে আমার মাকে ধরল জরা যেই।
দেখি হঠাৎ চক্ষু মেলে, মা যে আমার নেই।।
কাঁদছি দেখে সবাই এসে দেয় যে স্বান্তনা।
মা তো তোমার নশ্বর জীব, ভগবান তো না।।

পাশ কাটিয়ে যাই যে চলে পূজার উপাচার। 
মা তো নেই, এসবের আর কিই বা দরকার!!
এই যে শরীর, এই যে জীবন সবই তোমার দান। 
যে যাই বলুক মাগো, তুমিই আমার ভগবান।।