অ্যাবোরশন
**********
প্যালেট আজও রং মুছেছে শেষ টানেতে এসে ,
মধুর তরী যায় তলিয়ে তীরের কছে ভেসে ;
হঠাৎ বারিশ!দেয় গুঁড়িয়ে খেলনা কাদাবাড়ি ,
তুই আর আমি বোধ হয় তখন ক্লাস সেভেনে পড়ি ।
মধুর তরী যায় তলিয়ে তীরের কছে ভেসে ;
হঠাৎ বারিশ!দেয় গুঁড়িয়ে খেলনা কাদাবাড়ি ,
তুই আর আমি বোধ হয় তখন ক্লাস সেভেনে পড়ি ।
সিঁড়ি ভাঙার অঙ্কসারি যেই খাতে উতরায় ,
জীবনখাতা শেষের পাতায় ঋণাত্মকই পায় --
রেসের মাঠের ক্লান্ত ঘোড়া বগ্গা হতে চায় ,
ছিন্ন পাতা জোড়ার নেশা, স্মৃতির বড়ো দায় ।
জীবনখাতা শেষের পাতায় ঋণাত্মকই পায় --
রেসের মাঠের ক্লান্ত ঘোড়া বগ্গা হতে চায় ,
ছিন্ন পাতা জোড়ার নেশা, স্মৃতির বড়ো দায় ।
সটান সুতো , মসৃণ টান , ডরহীন এক কাঁচি ,
স্বপ্ন বনাম বাস্তবতা , তবুও বেঁচে আছি ।
মন ভাঙনের শাস্তি যখন ব্যর্থ কিছু শ্লোক ---
প্রতারণার ফল সেখানে অ্যাবোরশনই হোক ॥
স্বপ্ন বনাম বাস্তবতা , তবুও বেঁচে আছি ।
মন ভাঙনের শাস্তি যখন ব্যর্থ কিছু শ্লোক ---
প্রতারণার ফল সেখানে অ্যাবোরশনই হোক ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন