নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিকাশ দাস (বিল্টু ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিকাশ দাস (বিল্টু ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অপেক্ষার আষাঢ় :- বিকাশ দাস (বিল্টু )



আষাঢ়ের যৌবনের কথা ভোলা যায়? কাদা মেখে আজ কাদাই খাই......

       অপেক্ষার অভ্যাস সহজাত, ভোলা যায়?

ঝাঁপির অপেক্ষায় তাকিয়ে থাকি.......
                      ভেজা চোখে পায়ের জোঁক নামাই

এখনও অনেক রোয়া গাড়া  বাকি..

                               

ঈশ্বর আর বুভুক্ষ মানুষ.... বিকাশ দাস (বিল্টু )


বেদেনীর  মেয়ের চালধোয়া  হাতে নতুন সকালের এক ফালি রোদ
দু টাকা কেজি দরের চালের ফেন ভাতে একটা নতুন সূর্যোদয়
লাল লাল মোটা ভাতে হার না মানা বেঁচে থাকার লড়াই
চা পাতার আনাচে কানাচে ওল আলুতে, রক্তের  শিরায় শিরায় বাঁচার রসদ

ফেন   গড়াগড়ি খায় ডাস্টবিনের ডাম্পার থেকে,  ঝাঁকড়া চুলের শিশুটি বোতল কুড়িয়ে ঘুমিয়ে পরে  13 নাম্বার প্লাটফর্মে,  একটু ফেন'ই হতো যদি রাতে.....
হারিয়ে যাই দাবী আর ন্যায্যর কাছে

থমকে যাওয়া কিছু কথার উত্তর বড্ড দোটানা
"ঈশ্বর "মার খায় "ঈশ্বরের"  হাতে গড়া "অসুর সন্তানের" কাছে
শানিত কাঁচির ছোঁয়ায়, "ঈশ্বরের" হাতের পরশে  দগদগে  ক্ষত মোলায়েম হয়

তবুও "ঈশ্বরের হাত "বেঁধে ঈশ্বর কে ভুলি
ঈশ্বর মুখ ফিরিয়ে প্রলয়ের অপেক্ষায়....

বুভুক্ষ মানুষেরা আকাশের দিকে, ঈশ্বর যদি কথা শোনে
বেদেনীর হাতে সাদা কাফন,  কুকুরের  খাওয়া ফেনে সভ্যতার ইতিহাস কথা বলে

রোজনামচা সভ্যতা  চোখাচোখি করে

        

বিরহী প্রেমের ঝংকার : বিকাশ দাস (বিল্টু )



সুরগুলি হৃদয়কে চূর্ণ করে মনকে আহুতি দেয় ।
বুকের ভিতরের আর্তনাদ সুর হয়ে আকাশকে বাতাসকে এক করে ধূপের আগুনে মিশে ,
কিছুটা না পাওয়ার পরম বেদনায় বেদনার বালুচরে ।
রাধা বিরহী কানাইয়া কিংবা কালা !

জীবনের সুরের ছটায় জীবন মানে ভুলে জীবন আর জীবন থাকেনা ,
জীবন অঙ্গার হয়ে জ্বলতে থাকে ।
সুর মূর্ছা যায় ;
ঠিক তখনি সুরের বন্যার জোয়ারে মনে আসে বিশালতা ।
জীবন নিরুপায় ,
বাঁশি খোঁজে, মন খোঁজে আহুতি দেওয়ার জন্য ।
আর বাঁশি সুধায় এই তো জীবন ,
এই তো তৃপ্তি ।

এখনো বাজছে কানে সেই সুর -
    বিরহী প্রেমের অতৃপ্ত বাসনার ঝংকার....