নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

দেবলীনা চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবলীনা চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তরঙ্গে :দেবলীনা


  

বহুদিন পর আজ আমি আকাশ দেখছি ! 
  ঘন নীলে জড়ানো মেঘলা মসলিন 
 চারদিকে থৈ থৈ মুক্তির ঘ্রাণ ,
 কিছু পুরোনো হিসেব মিলে যাওয়ার 
     ইঙ্গিতবাহী সুরতান । 

 সারা দুপুরের জল ভরা টুকরো মেঘের  জমায়েত দেখে,
      পশ্চিমের ছায়াসূর্য পাশ ফিরে শোয় - 

  সেই থেকেই , নীল ধারায়
 ব্যাকুল বাঁশির সুর বেজে যায় ,
    ইথার তরঙ্গে - 
আর ঠুং ঠাং জলতরঙ্গে আকাশ ভেসে যায় !

উষ্ণতা ছাড়িয়ে : দেবলীনা চক্রবর্তী







আমিও চাই শীতল হতে ,
  এই উষ্ণতাকে ছাড়িয়ে উঠে
 আবার চাই শীতল হতে !

 প্রকৃতি তুমি প্রেমিক হয়ে ,
 ঝড়ে পরো এই পাথর বুকে 
 এই গুমোট আগল ভেঙে -
  বৃষ্টিফোঁটায় দাও আমায় ছুঁয়ে !

আমি তো তেমন কঠিন নই 
 আঘাত করো ,ভাঙো - 
   কান্না দিয়ে ভেজাও ,
ঘন মেঘের কোলে মিশে -
 আমায় আবার গভীর করে দাও !

 প্রকৃতি তুমি প্রেমিক হয়ে এসো
 তোমার প্রেমের আলিঙ্গনে ,
     আমায় আবার তৃপ্ত হতে দাও !