নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ইভা আলমাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইভা আলমাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ইভা আলমাস





" আমি ' ২১ "
**********




আবার এসেছি ফিরে মাগো         
 তোমার শহীদের মাঝে
সব কিছু বিলীন হলেও জানি
আমি রবো সকাল সাঁঝে।
তোমার দামাল ছেলে আমি
শত বারণ উপেক্ষা করে
তোমার ভাষাকে তোমার আঁচলে
বেঁধে দেবার অঙ্গীকারে
নেমেছিলাম রাজপথে।             
  তোমার জন্য দিয়েছি জীবন
মান রেখে গেছি  ভাষার অমন
আজলা ভরে দিয়েছি ও মা
তোমার ভাষার ফুলঝুরি।
অথচ আজ আমায় ভূলে
কি এক মহা উল্লাসে
তোমার ছেলেরা তোমারই কাছে
হিব্রুতে  বায়না করে !
শত অবহেলা সয়েও মা
কি এক অমোঘ টান
বারবার আমায় ফিরিয়ে আনে
এই বাংলার গান ।
আমায় চেনোনি?
আমি '২১ আমি চঞ্চল
আমি বল্গাহীন রাজরোষ
আমি স্বজনহারা দীপ্ত শপথ
বিজয়ের বিশ্বকোষ।
ধন্য আমি এ ধরাধামে
তোমাতে মিশেছি বলে
ও মা, আমায় কখনো দিওনা ফেলে
নতুন ভাষার জলে।
তোমার চেতনায় যুগে যুগে আমি
ফিরবো বাংলার ঘরে
আমি '২১ আমি মাতৃভাষা
বিজয় কেতনে উড়ে ।

ইভা আলমাস





ওগো ভালোবাসা 
****************




তোমার দৃষ্টি উপদ্রুত ম্রিয়মাণ সন্ধ্যায়
হৃদয়ের ধারাপাতে হঠাৎ করেই
সেই মুখ দেখবো বলে
কালান্তর আয়নার কাছে যাই।
জানিনা কেন আজ
স্মৃতির ফানুস এর উপস্থিতি
জলজ হৃদয় গহীনে ।
আশ্চর্য এক তুলির আঁচড়ে
এঁকে যাই তোমার মুখচ্ছবি
যেন এ পথেই আমার সব সুখ ,
অস্তিত্ব মিশে গেছে  তোমার ভালবাসার নীল সরোবরে... 
সত্যিই দারুণ প্রেমিক তুমি !
ঠোঁট ছুঁয়ে চোখ ছুঁয়ে ভালোলাগাকে বশ করেছো ঠিক
তাই বলে মন 
তাও বশ করে নিলে !
পাথর মাটিতে বুনে দিলে 
সুখাপ্লুত স্বপ্নের বীজ ! 
তাইতো ...
এতো ভালবাসি তোমায় 
বারবার কাঁদালেও প্রেম কমে যায়না কখনওই  ;
তোমার কষ্টে ঝরা জল গুলো
সবুজ সার হয়ে 
মিশে যায় তোমার ভালবাসার 
গাছটিতে,
পত্র - পল্লবে সুশোভিত হয় 
আবার আমাদের প্রেমজ 
শাখা-প্রশাখা. ....