নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ব এ বর্ণমালা ( অ - ক্ষ )(চতুর্থ পর্ব)







মাধব মন্ডল 
**********


কবি পরিচিতি:
সাংবাদিকতায় এম. এ.; বি.এড.।১৯৯০ সালে প্রথম প্রকাশিত একফর্মার কবিতার বই ‘ছায়াপাত’।আনন্দবাজার ও বর্তমান পত্রিকার প্রশংসা পেয়েছিল।ছড়া এবং কবিতা নিয়ে লেখালেখি।বর্তমানে ফেসবুক ও বাংলা কবিতা.কম এ নিয়মিত লেখালেখি।রাজ্য সেচ দপ্তরে কর্মরত।ছোটদের একটি স্কুলের সম্পাদকও।১৯৬৮ এর মার্চে জন্ম।জন্মস্থান সুন্দরবন,বর্তমানে সোনারপুরে বাসস্থান ।




ঠিক কতটা পেরোলে পথ
লোকে জন্মদিন করে
গোলাপের তোড়া হাতে একমুখ হাসি
হাসিতে মধু ঝরে
যে স্বপ্নগুলো ভালবাসি
বাঁচি তার পাশাপাশি
সকালের রোদ গায়ে পড়ে।

অপেক্ষার বৃষ্টিরা
কেড়ে খায় প্রভাবশালী
মেঘও পক্ষপাতী,কি করব
আয় দুব্বো,নিজেই আশীর্বাদ হ'
ধান তুলসিকেও ধরব
আমি না হয় সক্কাল সক্কাল
সজনে তলায় বসে পড়ব!



এখনও এই প্রায় মাঝ ফাল্গুনে
কুয়াশায় ঢাকে ভোর আর সকাল
একলা ফিঙেরা পোতা বাঁশের ডগায়
আজকাল তোরা কেন বারবার দেখা দিস!
তাও একা একা
কাকেদের মতো তোদের কি মিছিল নেই কোন?

সব রাস্তায় ভোর থেকে রাত
আম ফুল মাতাল করে মন
সজনে ফুলেরা সাদা চাদর হয়ে আছে পড়ে
মাছেরা ভয়ার্ত হয়ে জল থেকে উঁকি দেয়
দু'একটা কুকুর গন্ধ শুঁকে অভ্যেসে ডাকে
মেঘেরা লুকিয়ে কুয়াশায়,হায়!



আসলে আমার অনেক কিছু দেখার ছিল
কিন্তু আমি দেখলাম যে প্রায় দখলি খালে কচুরিপানার বাহারে ফুল
আমি কি বোকা!

আসলে অনেক কিছু করার ছিল আমার
আমার বন্ধুরা
আমার গান্ধর্ব মতের বউ
একমাত্র বাচ্চাটিও
সেকথা মনে করিয়েছে বহুবার
কিন্তু আমি শুনেও না শুনছি
সেসব গুহ্য কথা
আসলে আমি তো চালাক নই মোটে!

আসলে যেখানে আমার হিসেব অনুযায়ী
ঝোপ জঙ্গল সাফ করা দরকার
সেখানেই আমি ছায়া খুঁজছি,মায়া খুঁজছি
আর আম,ঘাস আর বাঁশ উদ্যান
উথাল পাতাল করে চাঁদ ডুবছে উঠছে।

ঈশ্বর মুচিরাম আর কাউরেচরণ
যাঁরা কিনা একমন একপ্রাণ ভাই ভাই
এই নাতকুড়কে দেখছে আর বলছে--
শালার আড়ে নেই বহরে আছে
আর ঈশ্বর রাইচরণের প্রায় লোমহীন বুক
মাথা রাখছি সেখানে
আর কি যে হচ্ছে কি বলব
আমার এ কটা চোখ বরাবর আরেকটা নদী নামল
আর এই মোটেও চালাক নই আমি
সেখানে ভাসছি আর ডুবছি!



এখানে সবকিছুই স্বাভাবিক
পাখিরা নির্ভুল সুরে
গাছেরা মাথা নাড়ে বর্ণমালায়
উঁকি মারে লাউফুল
এক পুকুর মাছ থেকে থেকে ঝিলিক দেয়।

এত পাখি,এত গাছ,এত শিশু!
সজনের ফুল কুড়োতে কুড়োতে
অবাক চোখে চোখ রাখে
ভাজা খাবে দু'টো নিয়ে যাও
আমি তো ওদের মতই হাসির চেষ্টা করি।

শুধু ঐ সাদা দাড়ি লোকটা
কখনও ভাই বলে
কখনও খোকা
বলে কিনা সব ঠিক আছে
মানুষগুলো আর ঠিক নেই।



(চলবে....)