নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শতাব্দী মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শতাব্দী মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভুলে যাওয়া কি সহজ ? শতাব্দী মজুমদার





ভুলতে ভুলতে এগোই আমরা,
অতীতকে ফেলে বর্তমানে বাঁচি ভীষণভাবে।
সত্যি কি ডাকে না ফেলে আসা স্মৃতি?
বলে না আসবে আর একবার,
নেবে কুড়িয়ে টুকরো টুকরো খুশি?
দেখবে ফিরে মনের অলি গলি,
বৃষ্টি ভেজা পায়ে হাঁটবে আবার শহরের প্রান্তর?
ভুলে যাওয়াটাই যদি ইচ্ছা হয়,
তবু কি ভোলা যায়?
ভেসে ওঠে না কিছু চলন্ত ছবি,
চিনচিন করে না বুকের মধ্যিখান?
ফ্ল্যাশব্যাকে পুরোনো ব্যথার এক ঝলক,
কান্নার শুকনো দাগ,মন খারাপ এক বিকেল,
বেদনার দীর্ঘশ্বাস,
হটাৎ আর্তনাদ,বুক জোড়া হাহাকার!!
ভুলে যাওয়া যায় বুঝি সব কিছু --
বন্ধ করা যায় নাকি মনের খড়খড়ি!
ওসব গল্প কথা,
বেঁচে থাকার,ভালো থাকার অজুহাত মাত্র।
মনের গভীর কোণে,
অতি সঙ্গোপনে,
পড়ে থাকে কিছু স্মৃতি,
খুশির ছোঁয়া,হাসির মূহুর্ত,
রাগ অভিমান,প্রেম বিরহ
রঙিন দিন, ভালোবাসার উচ্ছ্বাস,
অথবা কঠিন রূঢ় অতীত
দগদগে ঘা,
বিবর্ণ মলিন কিছু সময়,
অপ্রাপ্তি,আক্ষেপ,কিছু লাঞ্ছনা,
বিশ্বাসঘাতকতা,অপমান
যেনো শুকনো মরুভূমি।
ভুলি না আমরা কিছুই,
একটু একটু করে সরে আসতে থাকি
বাঁচতে হবে যে
ভালো থাকতে হবে যে
নতুন রূপে,নতুন ভাবে ।।