নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিকাশ কারাক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিকাশ কারাক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিকাশ কারাক


পাগল
******


আমি এক অদ্ভুত জীব, লোকে আমায় পাগল বলেই চেনে.
অর্ধনগ্ন জোটা দেওয়া চুল, জঞ্জালের স্তুপে থাকি ফুটপাথের এক কোনে.
কেউ মাড়িয়ে যায়,কেউ দেয় গালি,কেউ ছোড়ে ঢিল,কেউ বা ইস! পাগলটা বলে এগিয়ে যায়.
আমি পড়ে থাকি ক্ষুদার্ত, নিসম্গ, কুকুরগুলোকে আদর করে বিস্কুট খাওয়ানোর দিকে চেয়ে,
কখনও বা আকাশ ছুতে চাওয়া অট্টালিকার ফাঁকে এক চিলতে শুন্যতার দিকে হাত বাড়িয়ে.
আমরা আবর্জনা আমাদের ধুয়ে ফেলতে কখনও আসে বৃষ্টি কখনও আসে পুলিশ.
আসে না একটু ভালবাসা আর একটুখানি রুটি.
মানবতাবাদীরা! আজও ভীষণ ব্যস্ত কোনো বড়লোক বাবার মদপ কিশোর ছেলের
খুনোখুনিতে মোমবাতি জ্বালিয়ে মিছিলে স্লোগান দিতে.
মিডিয়ার ফ্লাশেও হারিয়ে যায় আমাদের কথা,অজানা স্রোত যদি ঢুকে পড়ে
চিত্কার উঠে আরে! ওটা তো পাগল ছুড়ে ফেলো একে আরব সাগরের বুকে.
অমানবিকতার সমুদ্রে ডুবতে থাকে শরীর, মাথা আস্তে আস্তে শেষ আঙ্গুলটা.
কেউ আসে না আমরাতো মানুষ না এক অদ্ভুত জীব,
 লোকে পাগল বলেই চেনে.
ডাস্টবিনে ছুড়ে ফেলা খাওয়ার ছবি ঠাই পায় তোমাদের আর্ট গ্যালারিতে
পার্টিতে নামিদামী মদের ফোয়ারায় উঠে আমাদের কথা.
মানব জাতিকে, দেশটাকেও নগরা করার দায় উঠে আমাদেরই উপর.
উঠেনা শুধু একটা হাত আমাদের দিকে মানুষের মর্যাদা দিতে.
  কারণ আমরাতো মানুষ না এক অদ্ভুত জীব,
 লোকে পাগল বলেই চেনে.
আমাদের চিন্তা মনন ভালবাসা এমনকি স্মৃতি টুকুও কেড়ে নিয়েছে
হয়ত বা আমাদের কোনো প্রিয়জন. শুধু পারেনি শুন্যতার গহ্বরে 
আমাদের চোখের জল টা কেড়ে নিতে.
ওটা আমার একান্তই আমার হয়তবা বৃষ্টির জলে বুজতে পারি না ,আনুভব করি.
তবুও আমি মানুষ না এক অদ্ভুত জীব,
 লোকে আমায় পাগল বলেই চেনে.
আমার জন্য কবি নেই কবিতা নেই,আমার জন্য কোনো সমাবেশ নেই.
দাবি নেই, নেই কোনো বরাদ্দ.
আছে রেলস্টেশন,একটা ব্যস্ত কোনো আন্ডারপাস অথবা বৃষ্টিতে ভেজা রেলিং এর একটা কোন.
সময় সময় ওরা আসে ধুয়ে মুছে সাফ করতে.
রাস্তায় কুড়ানো ছেড়া পেন্ট ফেলে দেওয়া আধখাওয়া রুটি,কিছু রঙিন কাগজ আর পুড়িয়ে দেওয়া
কম্বল নিয়ে দৌড়াই,
পিছন পিছন দৌড়ায় একটা সমাজ একটা জাতি একটা লাটিধারী পুলিশ
     আমাদের মিটিয়ে দিতে আর একটা সভ্য সমাজ বানাতে
যেখানে ঠাই নেই আমাদের কারণ
আমরাতো মানুষ না এক অদ্ভুত জীব,
 লোকে পাগল বলেই চেনে.