একটা ভূমিকম্প ঘটে গেল হঠাৎই,
কেঁপে উঠল বাড়িটা, বাঁ দিকের
বারান্দাটা ঝুঁকে পরল বেশ খানিকটা
তবু জানলার মুখ যেনো আকাশের দিকে।
দুহাতে অঞ্জলি করতে চায়,
আলো ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে,
প্রার্থনার মতো পথ খুঁজে ফেরে আলো ভরা চোখে।
বাড়ির ভেতরেই ভীষণ একটা হাহাকার,
অনেক হুল্লোড় ঘুমিয়ে পরছে
চড়া বিদ্যুৎ ঝলকানির মধ্যে।
মনে মনে ভাবছি কি ভাবে ফেরা যায় চেনা ডাকে।।