নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শুভেন্দু চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভেন্দু চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুভেন্দু চট্টোপাধ্যায়




কবি, কল্পনা ও বাস্তব
 *******************



কল্পনা করে রং ছবি আঁকে কবি ও লেখক
 বাস্তব থেকে দূরে।
বাস্তববাদী যারা বলে হায়
কল্পকথার ধার ঘেঁষে যায়
রুঢ় গদ্যের সুরে।
সাম্যবাদের কুঠার হাতে,
চলতে পারেনা কবি কল্পিত পথে-
রাখতে পারেন আস্থাও কোন সমাজসেবক।
#
সস্তা কাহিনী বস্তা বন্দি আজ,
সবাই পড়েছে গড্ডালিকার তাজ।
তাই কাব্য কাননে গর্জাও শত বাজ,
ছিঁড়তে ভূষণ, শোষণ তোষণ,
                      ছিঁড়তে ভুঁড়ির ভাঁজ।