নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বৈশাখী দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৈশাখী দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৈশাখী দাস






প্রভাত প্রতীক্ষায়
         

নাহ্! তেমন কোনো সুরেলা ভোরাই এর দোল খাওয়া নেই,কার্নিশ ঘেঁষা এই ইলেকট্রিক তারটিতে।নেই শুভেচ্ছা বিনিময়ের ফর্মালিটি।শুধু স্লিপিং পিলে ডুবিয়ে রাখা কিছু নির্বিকার পেন্ডুলামের দোলন আছে অবচেতনে।ঠিক যেন ফর্ম্যালিনের সুরক্ষায় রুখে দেওয়া 'বিকৃতি',মেহগণি রাতঘুমের।তাও কি ঘুম? বেশ কিছু একলা শিশিরের উপন্যাস,নিঃসঙ্গ ঝিঁঝিঁর অভিমানী আত্মকথা জমেছে রাতজাগা অবকাশের কুঠুরিতে! অবশ্য মাঝে মাঝে রাত্রির সামুদ্রিক সত্ত্বা ফুঁড়ে বিচ্ছিন্ন দ্বীপের মত ভেসে ভেসে ওঠা রূপোলী-ধূসর স্বপ্নরাও জ্বালায় বড়ো! না না,ওদের প্রযত্নে নেই কোনো বলিষ্ঠ নামের আওতা,ঠিকানার আদর।তাই বায়ু বুদবুদের মতই ভ্যানিশ শেষমেশ! 
তবুও তো,দিশাহারা হেমন্ত-নিশিকে চেনাতে পথ,কলমে জ্বালিয়ে রাখা আকাশপ্রদীপ! রজঃস্বলা মননের উর্বরতার আশ্বাসে অক্ষরের ইনফ্রারেডে আবার সাজিয়ে তোলা সবুজঘর,পান্ডুলিপির ভাঁজে জিইয়ে রাখা প্রভাত-প্রতীক্ষা.......

বৈশাখী দাস



গল্প নয়
*******

গল্প তো সবারই থাকে।কারুর গল্পে গণনারা হাঁতড়ায় 'আগামী',জন্মতারিখের হরোস্কোপে।কারো আবার, চিতাভস্মের দহনে অশ্রুর আর্দ্রতা ঢালতে ঢালতেই এগোয় যাপনচিত্র।কেউ কেউ সুখ-দুঃখের সমান্তরালেই আঁকে গল্পের সঞ্চারপথ।কেউ, স্থিরচিত্রে থেমে থাকা প্রশ্বাসহীন মুহূর্তে রেখে যায় অসমাপ্ত গল্পের উত্তরাধিকার।গল্প তো সবারই থাকে।স্বপ্নসম্ভবা রাত্রিও জমায় আকাঙ্ক্ষিত ভোরের গল্প।গল্প কি শুধুই বাক্যবিনাসে,কল্পনায়,অলঙ্করনে?কলমের কৌলীন্যে,শব্দের অনুরণনে?ছুঁয়ে দেখো, নৈঃশব্দ্যেও লেগে থাকে কি নিবিড় গল্পের ঘ্রাণ!