নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মহঃ রাফিউল আলম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মহঃ রাফিউল আলম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দেউলিয়া নদীর পাশে আমার ঘর : মহঃ রাফিউল আলম



       
তোর আকাশে এখন
অনেক তারা---কিংবা তোকে ঘিরে
        পঞ্চহ্রদ
   আমার আকাশ শূন্য আজ
আমি দেউলিয়া নগরীর রাজকুমার।
         

           
তোর চোখের প্রত্যেক ফোঁটা
   অশ্রুবিন্দুকে জিজ্ঞেস কর----
কতটা ব্যাথা পেলে তারা বাইরে আসে?
তোর নষ্ট রাতকে জিজ্ঞেস কর
   কেন তারা অকারণ রাত জাগে?

যতটা ব্যাথা তুই পেয়েছিস---
বিপরীত প্রান্তে থাকা মানুষটির
নিকোটিনে পোড়া ঠোঁটকে একবার জিজ্ঞেস করলে
বুঝতে পারতিস----তার আগে
কতবার সে নিজেকে পুড়িয়েছে?

নিকোটিন কাব্য: মহঃ রাফিউল আলম



পোড়া ঠোঁট নিকোটিন চাই;
অক্টাপাস হাঁতরে মরে পিরামিড অক্ষর।
চায়ের কাপে আত্মহনন যত
আমার বেদুইন শহর।