নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

প্রভাত মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রভাত মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

প্রভাত মন্ডল





বিদ্রোহী কলম
   ==========
                        


হে কলম, 
     আর কত দিন থাকবে স্তব্ধ, 
তোমার টানে
      হয়ে উঠুক সারা বিশ্বে আজ বিদ্রোহ। 
তোমার লেখণী
        আর কত থাকবে, মৌন অসাড় বুকে, 
তোমার প্রতিটি ঘর্ষন
        আজ বিদ্রোহী হয়ে পৌঁছাক বিশ্ব দরবারেতে। 
তোমার রক্তের কালি দিয়ে
        আজ পঞ্জিকা লিখে মৌলাবাদের মুখোস দাও খুলে
তুমি ধর্মের নামে বজ্জাতি
          আর চলবে না তুলে ধর বিশ্ব আদালতে, 
তোমার লেখা ধর্মের নামে
           আর রক্তাত হতে দেবে না এই ভূবনকে। 
তোমার  ঘর্ষনে
            আজ জাগ্রত হোক মৃত আগ্নেয়গিরি দ্বার
তার লাভাতে জ্বলে 
             যাক যত গোঁড়া মৌলাবাদী নরখাদকের দল। 
জাগবার দিন আজ
              র্দুদিন আসছে চুপিসারে, 
করুক্ষেতের মাঠ
              আজ প্রশস্ত হচ্ছে ধর্ম ধর্ম করে। 
তোমার লেখণীর খঞ্জরের ধারে
                আজ রোধ হোক মৌলাবাদের কন্ঠস্বর। 
প্রশয় দেব না
               গোঁড়া মৌলাবাদীদের
করবো না 
             ওদের আর ডোর। 
বিশ্বের থাকবে একটাই 
             ধর্ম,  মানব ধর্ম তার নাম
তোমার  লেখন শৈলীতে
               এটাই হবে স্লোগান।

প্রভাত মন্ডল



অপরিচিতা
***********




ঘুম নেই চোখে
রাত্রি পেরিয়ে গেছে কখন
ভোরের আলো উুকি মারে
শিশার মধ‌্যে দিয়ে ঘরে
স্বপ্নকে আগলে শুয়ে আছি
ভাবছি তোমায় সবক্ষণ
নীল আচল উড়িয়ে
কাজল কালো তারা, এলোকেশী
কে তুমি অপরিচিতা
আমার মনের ক‌্যানভাসে
কেবল করো রঙের খেলা।

    

প্রভাত মন্ডল


স্বাধীনতা 

**********




স্বাধীনতা তোমারে খুঁজিফিরি হেথাসেথা শীত বর্ষা কি ধরনে
তোমার রূপটি কেমন ধারা দেখি নাই আমার বিয়াল্লিশটি শ্রাবনে
স্বাধীনতা গর্ভে নষ্ট করে দেওয়া কন‌্যা ভ্রুন
এটাই কি তোমার রূপ
বই ভর্তি ব‌্যাগের বোঝায় শৈশব হারানো তোমার কি স্বরূপ
স্বাধীনতা পরিচয় কি তোমার সিন্ডিকেটের বন্দুকের নলে
তুমি  লুকিয়ে কি চোখরাঙ্গানো হপ্তাবাজের দলে
স্বাধীনতা তুমি কি সত‌্য কথায় দাও চকমা দেশদ্রোহী বলে
তোমাকে কি পাবো নির্যাচিতা বধুর শ্বশুরবাড়ী গেলে
স্বাধীনতা তুমি কি নীচু জাতের ছেলেটাকে মন্দিরে ঢোকার অপরাধে পিটিয়ে মেরেছিলে
তোমাকে দেখতে পাবো কি যে শিশুটি স্কুলে না গিয়ে খাটছে দোকানে তার কাছে গেলে
স্বাধীনতা কি আছো ধর্মের নামে দাঙ্গাবাজের দলে
না তোমার স্বরূপ কি পনেরই আগষ্টের শুধু ধকাস মার্কা পতকা উত্তলোনে।