ইচ্ছা-পানসি
***********
আমার সকল ইচ্ছা পানসি নাও'য়ে
পাড়ি দেয় ইচ্ছামতীর জলে
আমি পাড়ে বসে গুনি
কুয়াশার ঢেউ ; অঘ্রানের হিমেল হাওয়া
বলে যায়, ইচ্ছামতী শীতকাতুরে হয়েছে
কুয়াশার চাদর জড়িয়ে পানসি
এখন কোথায়, কে জানে
আচ্ছা, আমার ইচ্ছাগুলো কি
শীতজলে পা ডুবিয়ে বসে আছে !
লজ্জাবতী চাঁদের বুঝি আজ
জলের সাথে আড়ি !
আমি যে ভাব খুঁজি বাউলে
আমার ইচ্ছে একতারাটা যে ঐ পানসিতে
ও চাঁদ দোহাই তোমায়, জোছ্না মেলো
আমার ইচ্ছা-পানসীকে খুঁজে দাও ;
আমি যে ভাব খুঁজি বাউলে
আমার ইচ্ছে একতারাটা যে ঐ পানসিতে
দোহাই চাঁদ, একবার জোছ্না মেলো-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন