নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

প্রভাত মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রভাত মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঐতিহ‌্য রক্ষার লড়াই :প্রভাত মণ্ডল


একটা আস্ত তমসা ভরা রাত
বন্ধ‌্যা নারীর মাতৃত্বের হাহাকার সম
ঐতিহ‌্য রক্ষার লড়ায়ে বাঙালী আজ। 
থমকে আছে বিবেক এখন ধমক খাওয়ার ভয়ে
পাশার চালে, হাত পড়েছে বাংলা মায়ের গায়ে। 
করুক্ষেত্র উঠছে সেজে, তুমি থাকো নীরব
নেতাজী, ক্ষুদিরামের সোনার বাংলায়
এখন পাবে কাঠ-কয়লার শব। 
বাঙালী আজ জাগো শীতের ঘুম হতে
তাবেদীয়ানার বেড়া ভেঙে আসো সাজায় সোনার বাংলাকে। 
                      

বেওয়ারিশ গনতন্ত্র,,, প্রভাত মণ্ডল


একটার পর একটা লাশ পড়ছে
বেওয়ারিশ গনতন্ত্রের।

কোনো শিল্পীর তুলির নৈপুণ‌্যতায়
রক্তাভ বাংলার ক‌্যানভাস।

নির্বাক বায়োস্কোপের দশর্কাসনে
আমি তুমি উপভোগ করছি,

দেখেছি পচন ধরা গনতন্ত্রের বেওয়ারিশ লাশ।



পলাশ:প্রভাত মণ্ডল






শৈত‌্য আদরে সন্ত্রস্ত
         ঝরা পাতার রুক্ষতা
                 তবু তোর অপেক্ষায় আমি
                          জানি তুই আসবি বসন্তে
                                দিগন্ত জোড়া করে রাঙা।
                                                     

প্রভাত মণ্ডল










বিধি সম্মত পরকীয়া
**************




জয়ন্ত বাবুর ফেসবুকের টাইম লাইনে  বুদ্ধদেব বাবুর পরকীয়া সম্বন্ধে লেখা দেখিয়ে অফিস ফেরত ঘোষবাবু গিন্নীকে হেঁকে বলল ওগো শুনছো দেখো দেখো প্রখ‌্যাত সাহিত‌্যিক বুদ্ধদেব গুহ পরকীয়া সম্বন্ধে খুব সুন্দর একটি কথা লিখেছেন। "ভালোবাসা উদ্বৃত্ত হলে তা অন্য কাউকে দেওয়াই যায়।
তিনি আরো বলেছিলেন পরকীয়া অনেকটা খোলা বারান্দার মত। ঘর হচ্ছে বিবাহ। বারন্দা হচ্ছে পরকীয়া। ঘরে থাকতে থাকতে একঘেয়ে লাগলে তুমি একটু বারন্দায় বেরোবে। একটু মিষ্টি হাওয়া গায়ে মাখবে , চাঁদ তারা দেখবে। তারপর রাত বাড়লে আবার ঘরে ঢুকে পড়বে।"
গিন্নী তা দেখে খেঁচিয়ে বললেন, তা আমি কি করব শুনি, ঘোষবাবু আমতা আমতা করে বললেন মানে তুমি প্রতিদিন যা চিৎকার চেঁচামেচি কর অফিসের নন্দিনীকে নিয়ে, আমি তো ঘরে এনে ফস্টিনস্টি করছি না, তুমি যখন জেনেই ফেলেছো, একটা কম্পোমাইজ করে নাও, নয়তো ডিভোর্স যদি চাও তাও নিতে পারো।
আর এই দেখ মহামান‌্য আদালতের রায় দিয়েছেন অতৃপ্ত বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হতে পারে তা কোন দন্ডনীয় অপরাধ নয়। তুমি আর আমাকে ভয় দেখাতে পারবে না এটা করবো ওটা করবো। তবু খোকার ভবিষ‌্যৎ ভেবে তোমাই বলছি একটা কম্পোমাইজ করে নাও।
আদালতের রায়ের কথা শুনে ঘোষ গিন্নী আহ্লাদি সুরে বলল ও তাই বুঝি, আমিও তোমাই একটা কথা বলবো।
গিন্নীর এই আহ্লাদিপনায় মনে মনে প্রমাদগুনে বলল কি বলবে বল,
আর কিছুই না তেমন, আদালত যখন রায় দিয়েছেন বলে দিই তাহলে, তোমার ওই বন্ধু রজতে শরীরের গঠন দেখলেই আমার শরীরে কেমন কাঁপন দেয়, তোমার নাদুস নুদুস চেহারা আমাকে তৃপ্তি দেয় না, তাই তোমার অবর্তমানে আমার আর ওর মধ‌্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। আর আমার  দের খোকাও ওরই ঔরস জাত।
জানোতো জানু তোমার সম্মানের খ‌্যাতিরে আমরা চুপ আছি। নাহলে ও তো ওর বউকে ডিভোর্স দিয়ে আমাকেই বিয়ে করবে বলেছিল।
আমি কিন্তু জোর আপত্তি করেছি, আমার আবার একা ওকে দিয়ে হবে না,  অতৃপ্তই রয়ে যাবো।
যাকগে আদালতের রায়ে ভালোই হল বলো, যে যেমন যখন তখন পাটর্নার চেঞ্জ করতে পারবে।
যেমন চারপেয়েরা করে।
জয় মহামান‌্য আদালতের জয় হোক।

প্রভাত মণ্ডল



বসন্ত
*****



পলাশ শিমুল
রাঙ্গালো নীলাকাশ
গোধুলির রঙ্গে মনে 
ধরে আশ....... 
যেন প্রেমিক শিল্পীর
ক‌্যানভাসে তুলির রঙ্গিন 
আভাস...... 
কিম্বা ফুলে ডালিতে
বসন্তের প্রেমের 
প্রয়াস..... 
গন্ধে ভরপুর মুক্ত
বাতাস.... 
গাঁদার হলুদ রাঙ্গা
শাড়ি....... 
ভ্রমরের লেগেছে
উচ্ছাস...... 
এসেছে আজি বসন্তরাজ।

প্রভাত মণ্ডল





একুশে 
******* 


                    

দিনটা ছিল একুশে
বাতাসে ছিল ফুরফুরে মেজাজ
বিহান বেলায় কে যেন
কৃষ্ঞচূড়া রঙে রাঙিয়ে ছিল নীলাকাশ
গুলদস্তা হাতে ছিল বসুন্ধরা
কি অপূবই না তার সাজ
ছিল চাতকের কন্ঠে সুখমধুর তান
পলাশ রাঙা শাড়ীতে
কোনো গ্রাম‌্য বালার লাজুক স্বরের গান। 

দিনটা ছিল একুশে
কথাও ছিল যেন একটা গুমটানো ভাব
ভ্রমরের গুঞ্জনের মধ‌্যে ছিল প্রতিবাদ
হিজল, শিমূলের বিদ্রোহীর সাজ
বাংলা বাপ=ঠাকুরদার ভাষা
ওই ভাষাতেই বলেছিলুম প্রথম কথা
প্রান দিয়েও রাখবো তার লাজ। 

দিনটা ছিল একুশে
পদ্মার বুকে জলতরঙ্গের উঠেছিল উচ্ছ্বাস
শালিক দম্পতি গুনে চলছিল প্রমাদ
বরকত, জব্বার, সালামের
রক্তে লাল হয়েছিল বসন্তের সকাল
দিনটা ছিল একুশে
ঢাকার রাজপথে রচে ছিল
বাংলাভাষা আন্দোলনের অমর ইতিহাস।