নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অর্ণব গরাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্ণব গরাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হে নবীণ , তোমার জয়ধ্বনি: মো.রফিকুল ইসলাম






ভোরের প্রভাতে শুনতে পাই তোমার সুরে
আর্তমানবতার ধ্বনি ।
তোমার সুরে ভেসে উঠে আকাশে
হে নবীণ , তোমার জয়ধ্বনি ।
দানবের মরণ ফাঁদের বিরুদ্ধে তুমি
প্রতিবাদের প্রতিধ্বনি ।
রাজপথে মুখরিত শ্লোগান তোমার সুরে
হে নবীণ , তোমার জয়ধ্বনি ।
জালিমের বিরুদ্ধে ধারালো তলোয়ার
তোমার তরঙ্গের গতি আজ ।
মেহনতি মানুষের আওয়াজ
হে নবীণ , তোমার জয়ধ্বনি ।
শোষণ-বজ্ঞণা মজলুমের বিরুদ্ধে
অসহায় মানবের সম্মোহনী ।
অশুভ শক্তির ধ্বংসের সৈনিক তুমি অগ্নি
হে নবীণ , তোমার জয়ধ্বনি ।
দিন-মুজুরি শ্রমিকের আর্তনাদের হাহাকার
দিশাহারা মানবের সৈনিক তুমি ।
তোমার সুরে বাতাসে বহে মুক্তির গান
হে নবীণ , তোমার জয়ধ্বনি ।
সাম্যের প্রতিকী নৃত্যের প্রাঙ্গণে
বীরঙ্গণা মায়ের আর্তনাদ ।
তোমার কন্ঠে রাজপথ আজ
হে নবীণ , তোমার জয়ধ্বনি ।
তুমি বিপ্লবীদের , বিপ্লবী কন্ঠস্বর
তোমার আওয়াজে মুখরিত ভূমি
হে নবীণ , তোমার জয়ধ্বনি ।
জোসনার আলোয় রজনী সন্ধ্যায়
আলোর দিশারী তুমি ।
অন্ধজনের স্বজন আজ
হে নবীণ , তোমার জয়ধ্বনি ।

অর্ণব গরাই

কিছু কথা 

**********

বেশ কিছু কথা এখনও বলা বাকি,
জমে থাকা কথা গুমোট অন্ধকার ।
দুজনে দুজনের দিকে চেয়ে থাকি ।

অস্তমিত আকাশে আলো আঁধার,
নির্বাক দুজনে একাকী দাঁড়িয়ে ।
শেষ খেয়া বৈতরণী পারাবার ।

শেষ যেদিন গেছিলো হাত ছাড়িয়ে,
লজ্জা মাখা ছিলো চোখ কুহকিনী ।
আজ যদি দেয় হাতখানা বাড়িয়ে ,

ধরবো কি ধরবোনা এখনো ভাবিনি।
যদিও তারই জন্য আছি অনন্ত অপেক্ষায় ,
এতদিন পরে তাকে সত্যি কি চিনি?

সময়ের বৈতরণী ধীরে বয়ে যায়.....







ভ্যালেন্টাইন

*************

যে মেয়েটা রোজ সকালে কলেজে যেত ব্যাগ ঝুলিয়ে,
তাকে প্রথম গোলাপটা দিয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি।
যে মেয়েটা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকত রোজ সকালে,
তাকেও একটা লাল গোলাপ দিয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি।
প্রত্যাখ্যান করেছিলো দুজনেই, ভালোবাসার বেলুন চুপসে দিয়ে।
প্রতিটি ভ্যালেন্টাইনে খুঁজে বেড়াতাম আমার ভালোবাসাকে।
অথচ যে মেয়েটা রোজ রাতে বালিশে মুখ গুঁজে কাঁদত,
সেই মেয়েটা আমাকে একটা গোলাপ দিয়ে বলেছিলো আমি তোমাকে ভালোবাসি।
যে মেয়েটা আমার অবজ্ঞা উপেক্ষা করেও আমাকে বলতো ভালোবাসি,
যে মেয়েটার শরীর রোজরাতে ধর্ষন হতো আমার বিছানায়
যার সবটুকু রক্তবিন্দু দিয়ে ভরিয়ে তুলেছিলো আমার সংসার,
সেই মেয়েটাকে আমি  গোলাপ দিয়ে বলতে পারিনি আমিও তোমাকে ভালোবাসি।