মানবতাকে বিপন্ন করে জাতি হয়েছে বন্দি
স্বার্থের নীতিতে মগ্ন হয়ে করেছে সন্ধি
সংখ্যালঘুর নির্যাতনে শুনেনি কেউ কাঁদন
মানব শিশুর কান্নার আওয়াজে জাতিকে করেনি বাঁধন।
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়
জাতি আজ বিবেকহীন মস্তক ধরণীর বুকে
মানবতা সব অসহায়।
ফিলিস্তিনি, কাশ্মীর যখন অবরুদ্ধ ধরণীর বুকে
কারো কন্ঠস্বরে শুনা যায়নি প্রতিবাদে সোচ্চার
সংখ্যালঘু বার বার নির্যাতিত হয়েছে শোকে
ধরণীর বুকে ছিল না কারো হুংকার
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়।
ধিক্ষিত মানব কণ্ঠ অকণ্ঠিত জীবন
সংখ্যালঘু সব বন্দিশালায়
ধমনীতে দেখা যায়নি প্রতিবাদে সোচ্চার
মারণাস্ত্রে অঙ্কুরিত করে জাতির মাঝে করেছে আবাদ
মানবতা যখন বিপন্ন ধ্বংসের লিলা
স্বার্থের নীতিতে গড়ে তুলিনি প্রতিবাদ।
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়
দশের লাঠি পুড়বে যখন একা
নিরবতা যে ভাবায়
আদমের ঘরে জন্ম নিয়ে ছিল শিশু নিষ্পাপ
ধরণীর বুকে জাতি করেছে আজ তাকে বিভেদ
দানবের বেশে ধরণীর বুকে সবাই যে মগ্ন
পাপিষ্ঠে অভিশপ্ত পৃথিবী গুণতে হবে বিপদ
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়
আর্তনাদে কাঁদিবে ধরণীর বুক
শুনিবে শোকে হায় হায়
দানবের বেশে ধরণীকে বার বার করেছে আঘাত
সৃষ্টির মাখলুকাত হয়েছে সবাই আজ বিপন্ন
মানবের কল্যাণে উন্মোচন হউক সব সৃষ্টি
না হয় জীবনের পরতে বিপদ যে আসন্ন।
অভিশপ্ত পৃথিবীতে অভিশপ্ত আমরা
অভিশপ্ত আমাদের জগৎময়
মানবের নীড়ে বিবেকের কাঠগড়া
মুক্তি যেন পায়।
নোটিশ বোর্ড
মোঃ রফিকুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোঃ রফিকুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিশপ্ত : রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম
তুমি যে আমার মা ****************
জীবন সংগ্রামে এগিয়ে যায় মহীয়সী নারী , যাদের আঁচলে ধারণ করেছে হাজার সেনা । ধরণীর বুকে হাজারো স্বপ্ন থাকে মানবের , সব স্বপ্নের ধারক - বাহক , তুমি যে অনুপ্রেরণা , তুমি যে গর্বিত জাতি আমার মা । যাদের কন্ঠে মুখরিত ধরণী জীবন সংগ্রামে কত সৈনিকের গর্ভধারণী তুমি যে করেছো হাজার প্রদ্বীপ উন্মোচন তোমার বুকে ধারণ করেছো , মানব মুক্তির সম্মোহনী । তুমি যে আমার " মা " । মায়ের কূলে সন্তান যখন রঙ্গিণ স্বপ্ন দেখে, সেই আলোতে স্বপ্ন দেখে প্রদ্বীপ জ্বালায় মা । সে যে কারো বোন , সে যে কারো সহধর্মী তাদের সম্ভ্রম রক্ষা করে ,দিবো তোমায় উপমা। তুমি ধরণীর বুকে লালন যে মা ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)