নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আফরোজা সুলতানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আফরোজা সুলতানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফোন আসক্তি.. আফরোজা সুলতানা



মানুষ যে বড় ব্যস্ত,
পুরো পৃথিবীটা মুঠোয় বন্দি করে
সেল ফোন নিয়েই মত্ত।
তাই তো চোখে চোখ রেখে কথা হয় না
পাড়ায় ক্রিকেট এর হৈচৈ শোনা যায় না
মাঠের বুকে দৌড়ে ফোরিং ধরে না কেউ
চা এর দোকানে হুল্লোর মাখা আড্ডা দেখা যায় না..
আরে সেল ফোনের মধ্যেই যখন দোকান
বাইরে এক পা হাঁটারও প্রয়োজন পড়ে না
'আসুন দিদি' ডাকটা বোধ হয় একদিন হয়ে যাবে লুপ্ত;
ক্রেতা বিক্রেতার সম্পর্ক আর গড়ে উঠবে না ।
মনের অবস্থাটা ঠিক কিরকম
তা জানে না বাড়ির লোকজন
তবে বন্ধুত্বের অনুমতি গৃহীত হওয়া
লোকগুলোকে জানানোটা খুব প্রয়োজন
হাজার বন্ধুর লাইক পেয়ে ওদের আনন্দ হয় ভারী
অবশ্য এসব কিছু কে বুড়ো আঙুল আমিও দেখাতে পারি!

আফরোজা সুলতানা






আফসানার অনুসন্ধান  


ইন্ডিয়া ব্যাটিং করতে  নেমেছে এবার । তাড়াতাড়ি রুটি বানিয়ে সপরিবারে খেলা দেখতে বসলো আফসানা । না , খেলা দেখার নেশায় নয় । ইমরানকে খোঁজার নেশায় । ইমরান আখতার , যার সাথে পত্র মিতালি হয়েছিল আফসানার আজ থেকে ঠিক ১৬ বছর আগে ।  তখন ইমরান স্টেট লেভেল ক্রিকেট খেলত । সময়ের সাথে কত যে ঠিকানা বদলাল দুজনের । তখন কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল না । মোবাইল কিছু জনের হাতে বিলাসিতার আমেজ এনে দিত মাত্র ।

একে অপরকে না দেখা এই বন্ধুত্তের একসময় ইতি ঘটলো । তবু আফসানা আজও খোঁজে তাকে । টি.ভি.র মাধ্যমে । যদি সে ন্যাশনাল লেভেলে খেলার চান্স পেয়ে থাকে ।

খেলার শুরুতে তার উৎসাহটা শেষে পাল্টে যায় বিষণ্ণতায় , হতাশায় । আজও তাই হল । কত নতুন নতুন খেলোয়াড় সব । কিন্তু তার ইমরান কই ?
ডিনার করতে করতে সে শুনতে পেলো ম্যান অফ দা ম্যাচের নামটা । ঘোষিত হল শেখ হাসানুজ্জামানের নাম ।

শেখ হাসানুজ্জামান , যার কোন এক সময় ইমরান আখতার ছিল ছদ্মনাম !


আফরোজা সুলতানা






অবক্ষয়ের মানচিত্র
*****************



আমার শহর জুড়ে মোমবাতি মিছিল 
তবু ভরা গ্যালো  না মা এর শূন্য কোল 
বন্ধের ডাক ডেকে প্রতিবাদী চিৎকার, 
তবু দুর্নীতির রেশ চলে অকুণ্ঠোচিত্তে 
কড়া আইন অনুমোদনে অনীহা 
তাই তো খূকী থেকে বৃদ্ধা সকলেই ধর্ষিতা ।
সমকামীরা পেয়ে গ্যালো ছাড়পত্র 
দেখিয়ে বাকি ভিন্ন প্রেমিকদের বৃদ্ধাঙুল 
তাই আজও কোনো জুটি গলায় ফাঁস দেয় 
আজও কোনো রিজওয়ানুর 
রেলে কাটা পড়ে থাকে ।