তুমি
মেঘলা আকাশে তোমার প্রতিচ্ছবি
কথা বলে হাত নেড়ে।
একপশলা বৃষ্টি, ক্ষণপ্রভার ঝলকানি
চমক লাগায় প্রতিনিয়ত।
ভালোবাসি বলা হয়ে ওঠেনা,
তবুও কাহিনী মেলায় অবিরত।
তুমিও তো স্পর্শ খোঁজো,
অন্ধ ভালোবাসার মেরুকরণে।
কখন সে মিষ্টি গন্ধ
আঁশটে হয়ে আসে,
চক্ষুদ্বয় তৃপ্তি পান করে
দুঃখ উদযাপন করে অতল গভীরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন