সেদিন যদি
***********
***********
সেদিন যদি বৃষ্টি নামে আবার নীচের নীচু রাস্তা ভিজে যায়
দীপার নামে লিখব লেখা হাজার লিখব লেখা নিজের ঘরানায়
দীপার নামে লিখব লেখা হাজার লিখব লেখা নিজের ঘরানায়
সেদিন যদি রোদ করে য়ায় রঙিন তোমার পাড়ায় রামধনুটা উঠে
দীপার কাছে কার্ড পাঠাব সেদিন সঙ্গে চুমু রাখব তার ঠোঁটে
দীপার কাছে কার্ড পাঠাব সেদিন সঙ্গে চুমু রাখব তার ঠোঁটে
সেদিন যদি আকাশ কেঁপে গিয়ে বৃষ্টি গুলো অঝোরে বর্ষায়
দীপার চোখে কাজল এঁকে দিয়ে ফিরব আমি চরম সস্তায়
দীপার চোখে কাজল এঁকে দিয়ে ফিরব আমি চরম সস্তায়
সেদিন যদি বাতাস হয় সবুজ স্নিগ্ধ গলায় আদর করে ডাকে
বাস যদি নাইবা চলে সেদিন দীপার শহর পৌঁছে যাব ট্রাকে।
বাস যদি নাইবা চলে সেদিন দীপার শহর পৌঁছে যাব ট্রাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন