নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মুহাম্মদ ইয়াসীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুহাম্মদ ইয়াসীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তুই কি আমার বন্ধু হবি : মুহাম্মদ ইয়াসিন।



তুই কি আমার বন্ধু হবি?
রাত-বিরাতে একলা চলার সঙ্গী হবি?
সাঝ সকালে ঘুম বাড়িতে
ঝাঁকুনি মেরে ঘুম তাড়াবি?

তুই কি আমার বন্ধু হবি?
একলা রাতে আকাশ দেখার সঙ্গী হবি?
দুঃখ রাতে পাশে থেকে
দুঃখগুলোয় ভাগ বসাবি?
সুখের সময় দুঃখের সময়
সব বেলাতে আমার হবি?

তুই কি আমার বন্ধু হবি?
শিশির ভেজা ঘাসের উপর
হাঁটতে গিয়ে আমায় নিবি?
মিষ্টি রোদের শেষ বেলাতে
মন খারাপের সব বেলাতে
কাছে থেকে মন রাঙ্গাবি?

তুই কি আমার বন্ধু হবি?
বৃষ্টি ভেজা রৌদ্র ছায়ায়
একলা যখন ভিজবে কায়া
কলা পাতার ছাতা নিয়ে
তুই কি আমার পথ শুকাবি?

তুই কি আমার বন্ধু হবি?
আঁধার রাতে একলা হলে
দুঃসময়ে পথ হারালে
তুই কি চেনা পথিক হবি?
আলো হয়ে পথ দেখাবি?
তুই কি আমার বন্ধু হবি?

আবার না হয় বৃষ্টি নামুক :- মুহাম্মদ ইয়াসীন



আবার না হয় বৃষ্টি নামুক অঝোর ধারায়।
পাখ-পাখালী গাছ-গাছালী ঝড়ের বেগে উড়ে হারাক।
পথের ধূলোয় বৃষ্টি নামুক ধুয়ে দিতে
টিনের চালে দালানের গায়ে ময়লা মুছুক।
মনের দেয়াল উড়ো হাওয়ায় দোল খেয়ে যাক
জমে থাকা কালো দাগে
বৃষ্টি এসে রং মেখে যাক।

আবার না হয় বৃষ্টি আসুক রৌদ্র ছায়ায়।
বন-বাদাড়ে শিয়াল হাকুক গলা ছেড়ে।
হাওয়ার ভারে ধান শালিকের ডানা উড়ুক
ধানের গায়ে ঘাস ফড়িংয়ের চলা থামুক।
রাখাল বালক গরুর পালে বাড়ি ফিরুক
চাষী মাঠে কাচি ফেলে একলা হাঁটুক।

আবার না হয় হালকা করে বৃষ্টি নামুক।
বাতাস বয়ে সাদা মেঘে কালো কাটুক।
মেঘের গায়ে নাম লেখা হোক কারো কারো
বৃষ্টির ফোঁটায় গান লেখা হোক নব প্রেমের।
যুগল প্রেমিক বৃষ্টি মাখুক সারা গায়ে
তেপান্তরের মাঠ তাল পুকুরের ঘাট
রহিম মিয়ার ছালা ঘরে বৃষ্টি ঝরুক
বাদ না থাকুক একটি ফোঁটার খালি জায়গা।

আবার না হয় বৃষ্টি আসুক হৃদয় ছুঁয়ে
ঢলে ফোঁটায় গা ফেটে যাক ছিদ্র হয়ে।
ঝমঝমিয়ে শনশনিয়ে বৃষ্টি পড়ে গা ধুয়ে যাক।
মনের মাঝে জমে থাকা পাথরাবরণ
ছয়টি রিপুর সকল ধাপে ভাটা পড়ে হোক নিবারণ।
জগৎ জুড়ে বারতা নামুক শান্তিময়
বৃষ্টি এসে নেক ধুয়ে সব ভ্রান্তিময়।