রসের হাঁড়ি ফরহাদ
চলে দিন কোনোমতে
টার্গেটের চাপে উঠেছে মাথাতে হাত,
আড্ডাবাজ নয় সে যে
আমাদের রসের হাঁড়ি ফরহাদ।
দেখতে যেন সুবোধ বালক
ফুঁ দিয়ে পথ চলে,
কথা নামের ফুলঝুড়ি আজ
অনায়াসে বলে।
বলে সবই কথায় কথা
মনের খেয়ালে,
স্বপ্ন যেন ইচ্ছেঘুড়ি
লিখে যায় স্মৃতির দেয়ালে।
মনের পাখি দু হাত তুলি
করি মোনাজাত,
সুখি হও জীবন নামের খেয়ায়
রসের হাঁড়ি ফরহাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন