বৃ্ষ্টি আসবে বলেছিল
লাগে না লাগে না মন কোন কাজে আর
এখন নীলে নীলে নীলাকাশ মেঘে মেঘে মেঘালয়।
বৃষ্টি আসবে বলেছিল বৃষ্টি এল না, কেন?
জানি না জানি না।
আমার আর ভেজা হল না।
লাগে না লাগে না মন কোন কাজে
আর এখন দু চোখে তিস্তার ধারা
সেথায় পানসি চলে না।
ওগো বৃষ্টি তুমি এসো আমায়
ভিজিয়ে দাও মনে খরা চোখে
নদী জল থৈ থৈ দুকুল ভরা।