চেয়েছিলাম, ছুঁয়ে দেখব তোমায়
কোন এক কাক ভেজা ভোরে।
ছুটেছি চড়াই উতরাই বেয়ে।
চলে গেছ তুমি, দিয়ে মোরে ফাঁকি!
ভেবেছিলাম, মেখে নেব রঙ
যা ছুঁয়ে যায় তোমায়, গোধূলি বেলায় কিংবা চাঁদের রাতে।
রঙতো নয়, পেলাম ধূম্রশীতলতা!
বুঝিনি সেদিন, কার পথও চেয়ে
ছুটেছি নিতি!
আলেয়া তুমি, না মরীচিকা!
তবুও এপরানে আজও রয়েছে তুমি
ও মেঘ বালিকা, মোর মেঘ বালিকা।
পেরিয়েছি আজ অনেক সময়
মেপে ঘড়ির কাঁটা।
গড়িয়েছে অনেক জল
সপ্তসিন্ধু পারে।
তোমায় আজ দেখি জান
দূর থেকে, চলে যাও তুমি!
খুলে রাখি, জানালা তবু
যদি আস তুমি
পথ ভুল করে, কিংবা
কালচক্রের উল্টো পথে হেঁটে!!!
কোন এক কাক ভেজা ভোরে।
ছুটেছি চড়াই উতরাই বেয়ে।
চলে গেছ তুমি, দিয়ে মোরে ফাঁকি!
ভেবেছিলাম, মেখে নেব রঙ
যা ছুঁয়ে যায় তোমায়, গোধূলি বেলায় কিংবা চাঁদের রাতে।
রঙতো নয়, পেলাম ধূম্রশীতলতা!
বুঝিনি সেদিন, কার পথও চেয়ে
ছুটেছি নিতি!
আলেয়া তুমি, না মরীচিকা!
তবুও এপরানে আজও রয়েছে তুমি
ও মেঘ বালিকা, মোর মেঘ বালিকা।
পেরিয়েছি আজ অনেক সময়
মেপে ঘড়ির কাঁটা।
গড়িয়েছে অনেক জল
সপ্তসিন্ধু পারে।
তোমায় আজ দেখি জান
দূর থেকে, চলে যাও তুমি!
খুলে রাখি, জানালা তবু
যদি আস তুমি
পথ ভুল করে, কিংবা
কালচক্রের উল্টো পথে হেঁটে!!!