নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সাব্বির সেখ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাব্বির সেখ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জীবাশ্ম : সাব্বির সেখ

            আমিও একদিন এই আবেগহীন সভ্যতার ইতিহাস রচনার প্রত্নতাত্বিক উপাদান হবো,
জীবাশ্ম হয়ে ঠাঁই নেবো কোনো পাললিক শিলার ভাঁজে,
সেদিন আমার অবয়ব ছাপা থাকবে কোনো পাথরের গায়ে,
হৃদয়ের ভালোবাসা গুলো প্রস্তরীভূত হবে প্রবল চাপে ও তাপে,
তবুও শিলার প্রতিটি রন্ধ্রে খোদাই করা থাকবে নির্ভেজাল ভালোবাসার চিহ্ন.
সেদিন হয়তো যান্ত্রিক পৃথিবীতে থাকবে না কোনো নিখাদ ভালোবাসা,
শুধু এই হৃদয়ের ভালোবাসা গুলো টিকে থাকবে কোনো পাথরের গায়ে জীবাশ্ম হয়ে.

অনন্ত যাত্রা : সাব্বির সেখ



ক্লান্ত জীবন থমকে আছে জীবনের শেষ তীরে,
অনেক ইচ্ছে গুমরে রইলো সবার অগোচরে।

অবসন্ন দেহ ক্লান্ত হয়ে ঘুমের পরশ খোঁজে,
শ্রান্ত আত্মা পাড়ি দিবে চিরনিদ্রার দেশে।

শেষ চিঠিটি আসতে আর নেইকো খুব দেরী,
জীবনের সব হিসেব নিয়ে দিতে হবে পাড়ি।

ছিল যত দর্প আমার,অহংকার আর জ্ঞান,
মরণ আমার সব গর্ব করে দেবে ম্লান।

আমার জানাজার পথে যদি তোমরা দাও মন ,
দেখবে আমি নিয়ে যাচ্ছি শুধু একটুকরো কাফন।

জীবনের আগল ঢেলে যখন ঢুকবো মৃত্যুপুরে,
নাম না জানা গুল্মলতা জন্মিবে মোর গোরে।

আমার আত্মীয় স্বজন যখন পুছবে আমার খবর,
কেউ তোমরা দেখিয়ে দিও আমার দেহের কবর।

আমি যদি কোথাও একটু পূণ্য করে থাকি,
সেটাই হবে আঁধার গোরে আমার আলোর বাতি।

আমার পৃথিবীর --- সাব্বির সেখ



আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর,

যেখানে স্বপ্নরা বিকশিত হবে পূর্ণতার সৌরভে।
যেখানে শিশুরা অট্টহাস্যে মুখরিত করবে তোমাকে আমাকে ।

যেখানে হবে না তারা শিকার বিকৃত যৌনতার।
ভালোবাসার পরম স্নেহাশিসে লালিত হবে সবার।

আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর ---

যেখানে হিংসা বিদ্বেষ ঠাঁই পাবে কিতাবের পাতায়।
আলো যেখানে অন্ধকারে আঘাত হেনে সূচনা করবে নতুন প্রভাতের।

আমি অপেক্ষায় আছি সেই পৃথিবীর ---

যেখানে বিশ্বাস পূজিত হবে পরম মানবগুন রূপে -
সততা আর ন্যায় পরাজিত হবে না অর্থের দাপটে।

অধিকার যেখানে দয়া নয় সমতার আধার।
ভালোবাসা যেখানে স্বার্থে নয় হৃদয়ে জাগরিত হয়।

তোমার অপেক্ষায়: সাব্বির সেখ




একদিন আমিও হেঁটেছিলাম কালবৈশাখীর ঝড়ে,
বিবর্ন আকাশে কয়েক ফোঁটা বৃষ্টির অপেক্ষায়।
একদিন আমিও হেঁটেছিলাম তপ্ত ধু ধু মরু প্রান্তরে।
নীল দিগন্তে শীতল মরুদ্যানের প্রতীক্ষায়,
তারপর..


তুমি এসেছিলে বিদগ্ধ হৃদয়ে বৃষ্টির বারিধারা হয়ে,
জীবনের গোধূলিবেলায় শীতল মরুদ্যান হয়ে,
ধ্রুবতারাও হিংসে করে জ্বলেছিল তখন,
তোমার ভালোবাসায় তৃপ্ত হয়েছিল তৃষিত এই মন।

তারপর ভেসেছিলাম আমি সুখের সুনামিতে,
আবেগের ভেলায় পাড়ি দিয়ে অজানা এক দেশে.
আজও আছো তুমি, ঠিক আমার পাশে,
তবে তোমার আমার মাঝে শত বিরহের সুর বাজে.