নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মনিকান্ত সর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মনিকান্ত সর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মনিকান্ত সর





~*** বসন্ত মনে ***~
        ********
         

বসন্ত এসেছে আকাশ জুড়ে
শিউলি পলাশ ফুলেদের ভিড়ে,
আবীর রঙে মেঘ ছেয়ে যায়
মনের মাধুরী মন'কে রাঙায় ।

সেই খেলাঘর - একই খেলায়
মন পড়ে থাকে গোধূলি বেলায়,
বসন্ত এসে বলে কানে কানে
এই তো আমি , চেনা ফাগুনে ।

খুশির ছোঁয়ায় দোলাও হৃদয়
বসন্ত মানে'ই - কী হয়, কী হয়,
সাঁঝের বেলা'তে মায়াবী সুর
হাতের নাগালেই অনেকটা দূর।

সোহাগে ভ'রেছে দখিনা বাতাস
তোমার পরশে'ও মধুর সুবাস,
চোখ ছুঁয়ে যাক্ স্বপ্ন এসে. . .
তোমার আমিতে - রাত্রি শেষে ।।

মনিকান্ত সার



~*** নীলাভ অবয়ব ***~
         ***********



ভাবছি, একটা নীল ছবি আঁকবো
তোমার অবয়বের।
নীল বললাম........
কারণ, নীল রঙটা তোমায় বড্ড মানায় ।

চুলগুলোকে এলিয়ে দেবো কানের পাশে -
সমুদ্রের মতো ক'রে,
কয়েকটা তবুও গড়িয়ে পড়বে তোমার গাল বেয়ে
ঢেউয়ের মতো হয়ে ।
তোমার গায়ে জড়িয়ে থাকা পোশাকে
লুকিয়ে থাকবে আমার ভালোবাসারা,
প্রতিটা ভাঁজে আমি খুঁজে নেবো তাদের,
খুঁজে নেবো উদ্ভাসিত যৌবনের রূপ-রস-গন্ধ ।

প্রথমে ভেবেছিলাম.......
কাজল এঁকে দেবো তোমার চোখে,
তার দরকার নেই, মৃগনয়না তুমি,
তোমাতে হারানোর জন্য দুটো চোখই যথেষ্ট ।
যখন মিষ্টি সূর্য এসে ছুঁয়ে যাবে ক্যানভাস,
চোখের সামনে ভেসে উঠবে তোমার মায়াবী মুখ,
আমি হয়তো স্থবির তখন, ভাবলেশহীন,
হয়তোবা নি:স্ব হাত দুটো ছুঁতে চাইবে তোমায়।

আঁকবো.......
আঁকবো আমি তোমার "নীলাভ অবয়ব" ।

মনি আহমেদ



                    নতুন দিন 
                     *********



"দোহাই  তোদের , একটু  চুপ  কর ।
 ভালোবাসিবারে  দে  আমারে  অবসর ।"--রবীঠাকুর
সত্য  অদ্ভুত  এই  ভালোবাসা  ,মানুষ  কি না  করতে,
পারে এর  জন্য  ?জীবনের  যা কিছু  সকাল  সন্ধ্যা
ঘড়ির  কাঁটায়  চলতে  চলতে  সব  কিছু  ভুলে ।
ভালবাসাকে  ভুলতে  পারে  না --------

সেদিন  সন্ধ্যাবেলা  ছাঁদে  এসে  দাঁড়ালাম
তুমি  এসে  দাঁড়ালে  কাছে  এটি  বড়  দরকার ছিলো,
যে  আমার  কপালে  চুমু  খেলে  ,আমার  শূনতা  যে
পূরন  করলে  চলো  আমরা  চলে  যাই  এখান থেকে ।

নূতন  পৃথিবী  গড়বো  আমরা  সমস্ত সৌন্দর্য  নিয়ে ,
হাজার  গোলাপ  ফুটে ,পাখির  কলকাকলিতে  ঘুম ভাঙ্গে ।
থাকবে  সমুদ্রের  উত্তাল  তরঙ্গ মাথার  উপর  একফালি চাঁদ ।
আমরা  ফেলে  যাবো  নূতন  দিনের জন্য  সব  কিছু ----

পুরানো  জঞ্জাল  শেষ  হবে  নূতন  দিন ,
ছেড়ে  যেতে  চাই  সব  ধ্বংসের  রাজনীতি
তৈরি  করবো  নুতুন  দিনের  নুতুন  পৃথিবী ,
যা  ভালোবাসা  শ্রম  দিয়ে  ঘিড়ে  রাখবে  ,
আমাদের   এই  সাজানো  পৃথিবী টা ।

একমুঠো বৃষ্টি ধরো

~*** একমুঠো বৃষ্টি ধরো ***~
               ©মনিকান্ত সর  

    
ভালোবাসি তোমাকে -- এটা নিদারুণ সত্যি,
না আছে সন্দেহ, না আছে তার অবকাশ ।
কিন্তু কতটা...., তা বলতে পারবো না,
আসলে পরিমাপ করিনি কোনদিন,
হয়তো বা প্রয়োজনই পড়েনি,
এক একটা অনুভবই যথেষ্ট তা বোঝার জন্য ।
তবুও যদি শুনতে চাও--
তবে ধরো...............  এই এত্তোটা হবে।
বা মনে করো....
একমুঠো বৃষ্টি ধরলে ভরা বর্ষায়,
ক্ষণিকের ব্যবধানে আঙুলের ফাঁক গলে
                                            ঝরে গেল সব,
শুধু রয়ে গেল, জলের এঁকে যাওয়া ছাপ।
তবুও এই আনমনা বৃষ্টিতে
                যতখানি স্পর্শসুখ পেলে তুমি --
------------ ঠিক ততখানি ভালোবাসি তোমায় ।
ধরো.......
পূর্ণিমার কোন এক মায়াবী রাতে, হেঁটে চলেছো তুমি,
মাথার উপর আকাশ জুড়ে গোল চাঁদ,
দুহাত বাড়িয়ে আহ্বান জানিয়েছে তোমায়,
হঠাৎই কালো মেঘ এসে, আটকে দিল পথ,
ভয়ার্ত তুমি, তোমার সামনে বিস্তীর্ণ আঁধার,
দিকবিদিক জ্ঞানশূণ্য তুমি।
অকস্মাৎ একটা ঝোড়ো বাতাস এসে
                                     সরিয়ে দিল কালো মেঘ ।
কিছুটা অপ্রস্তুত ভাবেই সামলে নিলে নিজেকে ।
ঠিক যতখানি খুশির ঝিলিক সেই মুহূর্তে
                     দেখেছিলাম তোমার চোখে --
------------------ ততখানি ভালোবাসি তোমায় ।
তাই, মেলাতে যেও না ভালোবাসা,
খুঁজতে যেও না তার পরিমাপ,
শুধু জেনো......................
                                     ভালোবাসি..
                                             ভালোবাসি ।।

আর দাঁড়াব না

    ~*** আর দাঁড়াব না ***~
            
      © মনিকান্ত সর


হঠাৎই পেরিয়ে গেলে, পাশ দিয়ে, চোখের নিমেষে,
কিছুটা ধূমকেতুর মতোই তোমার আবির্ভাব ।
পিঠে এলিয়ে পড়া খোলা চুল,
শারীর আঁচল জড়িয়ে ছিল -- তোমার সারাগায়।
মন্ডপে তখন উপচে পড়ছে মহানবমীর জনপ্লাবন,
আমার চোখ শুধুই তোমার খোঁজে।
একটু এদিক ওদিক উঁকি, না পেয়ে........
এ প্যান্ডেল থেকে সে প্যান্ডেল,
এই লাইন থেকে সেই লাইনে দাঁড়িয়েছি বারবার ।
কপালের ঘাম তখন চিবুক বেয়ে গলার কাছে ।
চোখে তবুও তৃষ্ণা.......
অগত্যা ক্লান্ত পথিক, নির্ঘুম রাত,
সাক্ষী বলতে চাঁদ তারাদের আসা যাওয়া, আর...
দশমীর সকালটুকু।
মায়ের বিদায় ক্ষণে বিষন্ন বদন,
অম্লান দৃষ্টিতে মেতেছে সবাই সিঁদুর খেলায়,
আমার উৎসুক চোখ, সেখানেও তোমায় খোঁজে.....
হয়তো শেষ বারের মতো,
যদি আসো আরও একবার,
নাহয় আরও একবার লাইন,
আরও কিছুটা প্রতীক্ষার প্রহর গোনা ।
এলে না...........
শেষমেশ এলে না, আরও একবার ধরা দিতে,
অভিসারী মন প্রশ্ন রেখে যায় শুধুই--
তাহলে কী আবার একটা বছর..?
তাহলে কী ভীড়ে ঠাসা আবার কয়েকটা লাইন..?
আবার যদি না পাই...?
নাহ্, আর বোধহয়........................... ।।

  দাগ 

             দাগ  
         

            ©মনিকান্ত সর



কালো রাস্তায় কালশিটের দাগ, গভীর ক্ষত,
কিছুটা সরলরেখায়, আর বাকিটা অবিন্যস্ত ।
দগদগে ঘা শুকোয়নি এখনও, শিরার ভাঁজে,
রঙিন রক্ত, খেলছে হোলি, বাহারী সাজে।
আঙুলের ফাঁক হঠাৎ খোঁজে, পেরিয়ে যাওয়া সময়,
ক্লান্ত পথিক, শূণ্য আকাশ, একটু আশ্রয় ।
দেওয়াল ঘড়িটা সময় খোঁজে, দিনে দুপুরে,
টলমলে পা, মাথাটা নীচু, মনুষ্যত্বের ভারে।
চুঁইয়ে পড়ছে রাস্তার আলো, রঙিন জামায়,
বেখেয়াল মনে হাতের ছাপ, তবুও কাঁদায়।
চোখের কোণে মেঘ এসে, বলছে ভাগ,
প্রতিচ্ছবি জলে, দৃষ্টি ধাঁধায়, শুধু কয়েকটা "দাগ" ।।

এমনই এক দিনে








~*** এমনই এক দিনে ***~

         
             © মনিকান্ত সর


ঠিক এমনই এক দিনে....
যখন প্রতীক্ষার প্রহরগুলো দীর্ঘায়িত হচ্ছিল দিন দিন,
       ----- সেই সেদিন,
কয়েকটা ছুতো ছিলো সঙ্গী, আর
তোমাকে পাশে পাওয়ার অদম্য ইচ্ছা,
                      ------------------- ব্যাস্।
তাতেই উড়িয়ে দিয়েছিলাম কয়েকটা খোলা চিঠি,
------ নীল খামে, মেঘমুক্ত আকাশের বুকে ।
নাহ্, ঠিকানা লিখিনি সেদিনও,
জানতাম, পৌঁছে যাবে ঠিক, তার নির্দিষ্ট লক্ষ্যে ।

কয়েকটা ফুল, সম্মতি জানিয়েছিল সেদিন,
গোধূলির লালাভ সূর্যটাও হেসেছিল, নতুনের ছোঁয়ায়,
তবে, পথ বলেছিল............
                                একটু ভাব ।
নাহ্, ভাবিনি সেদিন,
হয়তো, অবকাশই ছিলো না ভাবার,
অতৃপ্ত বাসনা আর ইচ্ছেরা তখন মিলেমিশে একাকার,
শুধু বুকের বাম দিকটাতে--
              -------------- এক আকাশ শান্তি ।

আজও ভাবি, সেই পথ চলা,
আজও ভাবি, এইতো সেদিন...।।



ছবি:জ্যোতির্ময় রায় 

হিসেব তবু রয়েই যায়

~** হিসেব তবু রয়েই যায় **~

              © মনিকান্ত সর      
==============================


হিসেবের বাইরেও কিছু হিসেব রয়ে যায়,
কয়েকটা হঠাৎই মিলতে চায়, তো--
বেশ কিছু গরমিলের খাতায় ।
বৃথা মেলানোর অভিপ্রায়...
শুধু সময় বয়ে যায় ।
পথের বাঁকে যে কথার শুরু..!
লাভ কী, তার ঠিকানা খুঁজে..?
অচেনা পথও চলতে চলতে চেনা হবে একদিন,
শুধু রয়ে যাবে, টুকরো কিছু স্মৃতি,
সময়ের ধারাপাতে, তাদেরও নেই স্থিতি।
নেভার আগে প্রদীপও জ্বলে ওঠে একবার,
ওষ্ঠাগত প্রাণ, সদা থাকে জলের খোঁজে,
চাঁদ তো লুকিয়েই থাকে, গোধূলির আড়ালে,
বৃথা সন্ধ্যা নামার অপেক্ষায়--
মুক্ত বিহঙ্গের দল নীড়ে ফিরে যায় ।
সময়ের চোরাবালিতে আটকে জীবন,
বুকের পাঁজরে স্পষ্ট ক্ষতের দাগ,
অপ্রাপ্তির অপেক্ষাগুলো হিসেব খোঁজে রোজ,
শুধু সময় বয়ে যায়.......
হিসেব তবু রয়েই যায় ।।

শরৎ মানেই

               শরৎ মানেই

         ©   মনিকান্ত সর


শরৎ মানেই কাশের বন, একটু হিমেল হাওয়া,
শরৎ মানেই শারদীয়া, মায়ের কাছে যাওয়া ।
শরৎ মানেই শিউলি ফুল, বিছিয়ে গাছের তলা,
শরৎ মানেই স্নিগ্ধ শিশির, শ্রান্ত ভোরের বেলা।
শরৎ মানেই মহালয়া, পুজোর ডাকে সাড়া,
শরৎ মানেই ঢাকে কাঠি, ব্যস্ত এখন পাড়া ।
শরৎ মানেই শুভ্র নীলাকাশ, মেঘেদের ভেসে চলা,
শরৎ মানেই অভিমানগুলো, একটু লুকিয়ে ফেলা।
শরৎ মানেই খুশির রেশ, মা আসছেন বাড়ি,
শরৎ মানেই নিম্নচাপ, তবু বৃষ্টির সাথে আড়ি ।
শরৎ মানেই দেদার মজা, আপনেরা থাকে সাথেই,
শরৎ মানেই একটি বছর, শুধু কাটে অপেক্ষাতেই ।।