নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বনানী চক্রবর্ত্তী এর এক গুচ্ছ কবিতা







হেমন্ত 




চলে এল
আবার হেমন্ত
সবুজে ভরানো
আদরে মোড়ানো
যতনে সাজানো
অদ্ভুত সৌন্দর্য
ঝড়ে যাবে
একে একে
মাটির পরেতে
সব ফাঁকা
হয়ে যাবে
তারপর বিরাট
এক শূণ্যস্থান
আবার সব
পূরণ হবে
নব আনন্দের
এক বসন্তে।।
           



দুর্বলতা 



আমার সমস্ত দুর্বলতা
তোমার হাতের পাঁচআঙুলে
ধীরে ধীরে প্রেরিত,

আমার বুকের ভীরুতা
তোমার নয়নের সততায়
আরও নীরবে গ্রথিত।।
             


ছাই





পুড়ে গেছি আমি
পুড়িয়েছি তোমার হাসি
ছাই মাখা ঠোঁটে
তোমার অপেক্ষায় ভোর খুঁজি।।
             

জ্যোতির্ময় রায়





ডেল্টা এক্স 



0/১ =(₹)
          প্রশ্ন চিন্হ নেই ।
  এন্ড ক ন টি নি উ স ।






ম্যাগনেটিক ফিভার 




    পারদ ছুঁয়েছে ঠোঁট ।
  ফসফরাস জ্বলে উঠে 8.9 রিখটার।
    শিশির ছুঁয়ে এক হেমন্তের সকাল
    ঝালমুড়ির বিকেল তখন অভ্যাসগত ।
   "ফারাক বিস্তর ,যৌনতার নতিতে "
কিংবা স্বপ্ন বিক্রি সস্তায় । ইচ্ছে পালক ।
স্বা ধী ন তা ।দত্তকি প্রেম কিনেছে
     ম হা দে শ ।।
     


তুলি রায়





ফার্টিলিটি 




পরাগরেনু মাখা প্রতিটা গমনশীলতা

ঘুমিয়ে থাকে নিষেকে

রাস্তা মাপে
জীবন-জরিপ

পাগলীটার যৌনতা নিয়ে কারোর মাথা ব্যাথা ছিল না

মাতৃত্ব এসেছে ওর

আসলে গমনশীল হতে সবাই পারে না !


                

সুদীপ্ত সেন


                   Related image


বাস্তব
                


শহর থেকে শহর দূরে চলে
      কর্কশতা কারখানার ওই কলে।।
গাছের সাথে গাছের বনরাশি
      কাঙাল ছেলের খিদের পেটে হাসি।
জলের সাথে জলের কত চলা
      গরীব কত মাঝির কথা বলা।।
দূরের থেকে দূর বেরে যায় শুধু
       নেইকো কারণ নেইকো কোনো হেতু।
চলার পথে ব্যস্ত শুধু থাকে
       দিন শুরু হয় এক চামচে মধু।।
কি হবে আর কৃত্রিমতার জালে?
       শুধুই মানা নিয়ম-কানুন যত।।
আমার মাঝে আমিই তো নেই আর
     বাড়ছে শুধু বাস্তবতার ক্ষত।। 

অভিজিৎ পাল



                    Related image


মৃত্যুকে জীবন বলে জানবে


১.
যদি কেউ তোমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলে মৃত্যুর জন্য এক পা বাড়ালে! তুমি তাকে ধন্যবাদ দিও। জীবনের ক্ষেত্রে ঐ সত্যটুকুই বাস্তব। যারা প্রতিদিন মরে তাদের জন্মদিনের কোনো সার্থকতা নেই...

২.
মৃত্যুর আগে চিনে নাও তোমার এই মৃত্যু কার কার কাঙ্ক্ষিত ছিল। সেই সব মুখোশের আড়ালে থাকা শুভানুধ্যায়ীদের জন্য প্রতি বছর বছর পূর্তি উৎসব বজায় রেখে চলো...

৩.
শুনে রেখো মৃত্যুর মতো সাম্যবাদী কেউ নেই। বস্তুবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদ, ভাববাদ বা উগ্রবাদ সবকিছু ওর কাছে সাম্যবাদী।

৪.
বাঁচো। বাঁচতে শেখো। যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকার পাঠ নিয়ে যাও। আত্মমৃত্যুর মুখ দেখাদেখি করে হাসতে হাসতেও গমন সম্ভব।

৫.
এসো ঋদ্ধ হও। তোমার মৃত্যুকে যেন ওরা মহাসমাধি হিসেবে চিনতে পারে। এতটাই সমৃদ্ধ হও যেন তোমার প্রয়াণ শব্দের আগে মহৎ বিশেষণটির ব্যবহার করা যায়!

তৈমুর খান


                        Related image



   বিশ্বস্ততা





এমন বিশ্বস্ত হয়ে ওঠার মানে হয় ?
মিথ্যার দেশ আর মিথ্যুক সমস্ত চড়াই উৎরাই
সামান্য মানুষ হয়ে বিপ্লবের গান
কে শুনবে ?
চলো ঘুমিয়ে পড়ি
আঁধারের তুলোর বালিশে
মনে মনে মনোরম ডাকে
ধন্যবাদ লিখে দিই নিজেকে
পরপারে চলে যাচ্ছে দিন
এসময় ঘোড়াদের মূর্খ ভাবা ঠিক নয়
নৌকার দাঁড়ের শব্দে উড়ে যায় মাছরাঙা
এসময় কে তাকে ভয় কাতর ভাবে ?
লাল চোখ জবা হয়ে ফুটুক
আমরা সব বিশ্বস্ততা বিসর্জন দিই



আরিফুল ইসলাম সাহাজি




Related image
শেষ রাত 







ঘুমহীন রাত একটা অন্ধকার নদী
আড়াআড়ি স্বপ্নের বুকে দাগ কাটি 
একটা 
দুটো 
হাজারটা স্বপ্ন .....

স্বপ্নরা এসে ভিড় করে 
একটা 
দুটো 
হাজারটা রাত ....

শেষ রাত ,কয়েদি নং
এক 
দুই 
তিন 
ফাঁসির মঞ্চ প্রস্তত ....

ঘুম আসবে এবার ,
এক 
দুই 
হাজার রাতের অনিদ্রার ....

জয়দীপ রায়






সিগার 





সিগার ধরানো  নেশাতুর ধোয়াটিন
পুড়ছে হার্টসেপ  ভ্যালেন্টাইন প্রতিদিন
ফিল্টারে কালো  ঠোঁট ব্লু টুথ দাঁত
চুমু খেতে সিটকায় অমাবস্যার বাত
মরিচার সংকেত   কিরীটীর বুক
কর্কটের পিছু হাঁটা  লাইফের হুক 

সৌম্যকান্তি চক্রবর্তী







একা তালগাছ 




ধূসর ক্যানভাসে ধোঁয়ার গোলমাল
জীবন কোলাজে অতৃপ্তির চোঁয়া ঢেকুর ,
সাদা কালো কেরিয়ার উল্টো পথে নেগেটিভ,
ধুলোমাখা রোদ্দুর ঘুড়ি ওড়ায় ...
ডানাওয়ালা মুরগী মেঘ ছুঁয়ে ফেলল বলে ,
দিগন্তপুরের তেপান্তরের মাঠে একা তালগাছ 
সিরিয়াল প্রেমিকরা ওৎ পেতে আছে ,
শরীর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে আত্মা হয় ।
কণ্ডোমে আত্মা ঢুকে কবিতে পরিণত হয় ।

সন্দীপ ভট্টাচার্য্য








 বাঁচার অভ্যেস
                             






নিয়ন আলোতে ধোয়া জনহীন রাজপথ ,
কালো সরীসৃপের বিষ জড়িয়ে।
সুতো কাটা ঘুড়ি,দূর আরো দূর,
তোর ঠোঁট ছোঁয়া হাওয়াদের সীমা ছাড়িয়ে।
রুদালি মেঘ কাঁদে নিরন্তর,
জমে ওঠে বাষ্প চশমার কাঁচে।
আপোষহীন খালি পা, জানেনা থেমে থাকা,
বাঁচার অভ্যেস বড়ো ছোঁয়াচে।

তাপসকিরণ রায়

                            Image result for jolpori

মৎস্য কন্যা




তুমি খেয়ে রে ভাল আছ,
সুখে থাকতে থাকতে সময় কাটে না তোমার
ভাবো, এই কি জীবন ? শুধু খাওয়া পরা ?
সময় বাতাসের মাঝে দিন গড়িয়ে যাচ্ছে
কখনও মনে হয়, আমি বেঁচে আছি তো ?
নড়েচড়ে দেখি, হ্যাঁ, কিছু দুঃখ তো নেই ?
তা কি করে হয়,
শ্রাবণ দিনের বিয়োগ ব্যথার কথা সে তো ভুলবার নয়
এসো তার কথা ভাবি, পথ হারা  শিশুটার কথা,
তার ভিক্ষা পেটারার কথা ভাবি।  

তারপর একদিন তুমি ঝাঁপ দিলে জলে
কাপড় শূন্য হল তলদেশ
নাসা রন্ধ্রে ঢুকে গেলো এক মৎস্য কন্যার কথা ঘ্রাণ।
একাধারে তোমার রসনা দেহ উথলে উঠলো।
--কি করে পাবে তাকে ?
বুকের দড়ি ফাঁস খুলে তুমি জাল পাকালে
ঘূর্ণন সৃষ্টি করে ডেকে নিলে সেই কন্যাকে
আপাত সে মাছের আঁশ ছেড়ে গেলো,
তুমি জলের ধারে বসে চমৎকারী খেলা খেলছো !

তাও কিছু যেন ভাল লাগছে না --
তাকে একদিন ব্যঞ্জনায় পেয়ে যাবার ঢেক তুললে  
ভারী পেটে হজমি গুলি খেয়ে
শেষে আপাত পালক-শয্যা গ্রহণ করলে।  

অসীম মালিক



                     





কাঠের ফুল





সোনাঝুরি গাছের খাটে ঘুমিয়ে সমাজ l 
আশার আলো নিয়ে জেগে ,
কাঠমিস্ত্রির করাত ,ছেনি ,রাঁধা ,হাতুড়ি ...
আর রংমিস্ত্রির তুলি l 

কাঠগোলায় বসন্ত আসেনি ,
শাল ও মেহগিনি গাছের গুঁড়িতে গুঁড়িতে লেগে আছে 
কোকিল পাখির পায়ের ছাপ l 

করাত কলের বাতাসে উড়ছে ,
মিহি মিহি কাঠের গুঁড়ো l 
গোলায় ফুটেছে করাত ফুল ...

পলাশ ফুলের কবিতা কণ্ঠে নিয়ে উড়ে যাচ্ছে 
কতশত রঙিন প্রজাপতি l 
কিন্তু তারাও খাটের পায়ায় শিকড় ছড়াতে পারেনি ,
তাই ঘরময় ফুটেছে কাঠের ফুল l 

জানালাটা খুলে দাও ,
ভেসে আসুক সোনাঝুরি গাছের অক্সিজেন l

শাল্যদানী





*আলাপ*







তল
                  নিশা
বক্র                           আলাপ
                   চর
তল


বেগ
                   পর
গতি                          পরকলা
                   পর
জাড্য

আ সমুদ্র হিমালয়
আ ব্লু ট্রেজার্স

খনি
খনন
খন খন
খানখান
খনি(জ)        জ যেন জন্ম নিলো

জয়তি জনার্দন জনতা।।


জ্যোতির্ময় মুখার্জি








আগমনী ধানক্ষেত ও একটি মেলোডি




 বাথরুম সিদ্ধান্তটি অতঃপর
কলমে জমা থাক
ছায়াপথে ছাতা হাতে কয়েকটি মানুষ
একটি চলমান ইনফিনিটি
মুখোশে মুখ ঢাকলে প্রতিদিন
কিছু ছুলন্ত আপ্তবাক্য

সচেতন প্রতি বাতাস-কাঁপা
শূন্যতায়
ছেনি-হাতুড়ির শর্তহীন সরলরেখা বরাবর
বিবস্ত্র কিছু ধুলো ও বালি
ঘুমন্ত ঝিলমিল রাগে
আশ্চর্য পালতোলা নৌকার মতো
প্রতিটি উত্থান ও পতনে
উভচর ধূসরতা ছুঁয়ে
আগমনী ধানক্ষেত ও একটি মেলোডি

মৌসুমী ভৌমিক




গঙ্গা জল = অক্সিজেন(বিশ্বাস) X দূষণ/নোংরা=পবিত্র 





বৃদ্ধাশ্রম 


ছেলেকে অতিরিক্ত আদরে লালন করা
=ছেলে + অতিরিক্ত আদর
=ছেলে + স্বার্থপরতা
 >স্বার্থপর
~ভাল হবার প্রচেষ্টা
=minimum বৃদ্ধাশ্রম




স্বপ্ন 

(ইচ্ছে+ কর্ম ) - বাস্তবে প্রাপ্তি
               +
      সাধ + কল্পনা
               =   
             স্বপ্ন


হাইকু 



1.    আকাশ ছুঁয়ে
     বৃষ্টি একটু এসো
         সুখটা নিয়ে।


   2.  জুঁই শেফালি
      সুগন্ধ ছড়িয়ছে
      এসো না অলি  !

3.    নীল আকাশ
       মেঘেদের ছুটিতে
         হাসছে সূর্য।








রাহুল গাঙ্গুলী










১টি অসম্পৃক্ত কম্পাসকথা 








১.


০-maternityর সূত্রে_______
সিরিঞ্জ ও নিষিদ্ধতা
চশমার ঝুরোকাচ : ফসফরাসে মাখামাখি

অতিরিক্ত
f(চাঁদ + চুম্বক) → limit → 1/0

রাত হলেই : চিতাপর্বে পিয়ানোর রিড
ব্যস্তানুপাতিক = অবশিষ্ট (না ? ভি)



২.

infinity = অসম্পূর্ণ ও অসম্পৃক্ত _____
০-phase : বরফে জমানো গোপন রাত

{f(মরা চামড়া) → limit → প্রতিরাতের যৌনতা}
স্পর্শবর্তী আবেশের ৩য় গুহামুখ

২২/১০/১৭।সকাল ০৯-৫৮
দাহ্য পিচরাস্তা জুড়ে বাসি পাপড়ির খোলোশ



৩.

নিঃশর্ত সমর্পণ ________
viscosity ≠ 0 ^ ০।লীনতাপীয়
গাঢ়ত্ব কোলাজ।অসতীপনার জানলা সমীকরণ
কে জেগে আছে (নেই)।কাটাকুটিতে নিষেক-ছুরি
ঘুম : অথৈজল দেবনগরী শিলালেখ

গোলাপি অন্তর্বাস থেকে ঝাপসা গন্ধ পাই
আশটে চশমার ফ্রেম : সত্যিকারের শাদা-সামুদ্রিক



৪.


পিথাগোরাস = _______ যৌনতা X = ০
তাপমাত্রা ভেঙে যায়।হলুদ খানখান
কল্কে পাড় : আচল।যখন ধ্রুবক = আত্মস্থায়ীহীন

নদী ছিনিয়ে নেয় বালিয়াড়ি জলসাঘর
বৃদ্ধা চামড়া : মাকড়শা ইতির বেলোয়ারী মার্বেল

হাহুতাশ : কলসিভর্তি সুপ্ততা > শাঁখ চৌকাঠ

ঘাসেরও ভেজা শরীর।স্যাঁতস্যাঁতে ঘুড়ি
ছুরিটিকে স্বীকার্য কৌমার্য : ১ম খুন




সম্পাদকীয় ✍️(কবিতার ল্যাবরেটরি )






সম্পাদকীয় ✍️✍️






"হাঁস ছিল ,সজারুও ,(ব্যাকরণ মানি না )
হয়ে গেল" হাঁসজারু" কেমনে তা জানি না ।।"
                    সুকুমার রায় (খিচুড়ি কবিতা )
"হোক তবে" খিচুড়ি " ভেঙে ছুড়ে ফেলে কিছু কবিতাও ।
ব্যাকরণ না মেনে ভাষা পাক "শব্দ দিয়ে "সাজানো কথাও ।।"


থাক !অনেক বিজ্ঞ লোক আছে বাবা ,বলবে এসব কবিতা ?
এসব পাগল প্রলাপ ,এক্কে বারে যা তা "।।

আরে মশাই ছাড়ুন তো । আপনি লিখুন আপনার মতো করে । যারা লিখেত জানে না ,যারা মুখ ফুটিয়ে সব কথা বলতে পারে না ,তারা কি করবে ? নিজের ভিতরেই মরতে থাকবে রোজ ? কথা জমতে জমতে একদিন তো" বুমম"। আর তা হবার আছেই প্রতিনিয়তই ক্রমশ বেড়ে চলেছে কোলাহল ,জনঘনত্ব ,যান জোট ।একদিকে সৃষ্টি আর অন্য দিকে ধ্বংসের লীলা । আর এর মাঝেই নিয়ম ,নিয়ম ভাঙার নিয়ম ।একটা নিঃসঙ্গ নিস্তব্ধত্বা ,কিংবা ভিড় ঠেলে লোকাল ট্রেনে একটু বসবার জায়গার লড়াই ।এর মাঝেই কত শব্দ ,দৌড়ঝাঁপ ,কিংবা পড়ছে বাজ ,কোথাও আর্তনাদ কোথাও আনন্দ উল্লাস কিংবা মিছিল ,ইঁদুর খুঁজে চিল ।আরও কত শব্দ ....রোজের বাস ট্রামের ভিড়ে শব্দেই শব্দ হারাচ্ছে ।আর এর মাঝেই হাসি মুখে ভালো থাকার চেষ্টা ।
এটাই জীবন ,একটা আবোল তাবোল ছন্দে কিন্তু নির্দিষ্ট তালে  এগিয়ে চলছে জন্ম থেকে মৃত্যুর দিকে ।

তাই ছন্দ ছাড়া ,তাল ছাড়া ,সুর ছাড়া ,কিংবা শব্দ ছাড়াও (মুখে আসে কিন্তু বহিঃ প্রকাশ নেই ) তাদের সাজিয়ে একটা একটা জীবনের গল্প কথা নিয়েই কবিতার খোঁজ ,একটা গানের খোঁজ হল "কবিতার ল্যাবরেটরি " ।
যে সব শব্দ হারিয়ে যাচ্ছে সবার অলক্ষ্যে সেই সব না বলা কথার বহিঃপ্রকাশে এই প্রচেষ্টা । জানি সে গুলো কবিতা না ,কিন্তু তবুও কবিতা ,তবুও বাস্ট হয়ে যাবার আগে একটু নতুন করে বেঁচে উঠার মন্ত্র ।
"তাই তো একটাই শর্ত কবিতার ল্যাবরেটরি এর "কবিতা লিখতে না পারা অর্থাৎ যা বিজ্ঞদের কাছে কবিতা নয় কিন্তু আমার ,তোমার ভিতর জমতে থাকা কথা "



অনেক জনের "না বলা কথা " আমরা পেয়েছি ।সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেছা । ভালো থাকবেন আর ভালো রাখবেন প্রিয় মানুষটিকেও ।।



               ধন্যবাদান্তে ,


                     জ্যোতির্ময় রায়
                   (    সম্পাদক  )






কবিতার ল্যাবটরি এর  টিম

তুলি রায়
জ্যোতির্ময় মুখার্জি
জ্যোতির্ময় রায়