নোটিশ বোর্ড
জয়দেব বেরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়দেব বেরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়দেব বেরার দুটি কবিতা
১.
শাহরুখ খান (SRK)
তুমি ভারতের গর্ব
তুমি ভারতের সেই উজ্জ্বল শুকতারা,
তোমার DDLG মুভি দেখেই
আমি হয়েছিলাম দিশাহারা।।
তুমি অভিনয় জগতের নক্ষত্র
তুমিই মোদের রোমান্টিক বাদশা
তাই তো তোমার জন্মদিনে
তোমায় জানাই শতকোটি ভালোবাসা।।
২.
একটি কলমের আত্মকথা
জয়দেব বেরা
হ্যাঁ, আমি একটি কলম
কিন্তু, নই কেবলমাত্র নিবযুক্ত কালিভরা একটি বস্তু।
হ্যাঁ ,আমি একটি কলম,শক্তিশালী কলম
যার স্পর্শে কেঁপে উঠতে পারে এই সমগ্র সমাজ।
হ্যাঁ ,আমি একটি কলম,ক্ষমতাশালী কলম
যার ক্ষমতার স্পর্শ থাকে সমাজের সর্বত্র।
হ্যাঁ ,আমি একটি কলম,সূর্য্যের ন্যায় তেজস্বী
যার ছোঁয়া থাকে শিক্ষায়-দীক্ষায়,অনুভবে-চিত্তে,যুক্তি ও বিচারে।
হ্যাঁ, আমি একটি কলম,যা বিচারকের হাতের অস্ত্র
যার লেখণীর স্পর্শে বাঁচিতে ও মরিতে পারে কোন এক মানব।
হ্যাঁ, আমি একটি কলম,যা সত্য, সন্দুর ও ন্যায়ের প্রতীক
কিন্তু,নই কোন এক কাঠামো যুক্ত সাধারন বস্তু।
আমি হলাম এক শক্তিশালী,ক্ষমতাশালী,তেজস্বী কলম
হ্যাঁ,আমি একটি কলম।
জাগো হে যুবসমাজ : জয়দেব বেরা
দিনে দিনে এ সমাজটা
ভরে যাচ্ছে সাম্প্রদায়িকতায় ও
আঞ্চলিকতার মায়াজালে।
চারিদিকে যেন রাজনৈতিকতার ঘন
কুয়াশায় ঢেকে গেছে এই সমাজ।
ধর্ম ও জাতি প্রথার অন্ধকার কুঁয়োতে
মানুষগুলো ব্যাঙের মতো বন্দি।
এই সমাজে নেই কোনো
অন্যায়ের প্রতিবাদ ও বিরোধিতা।
ধর্ষণের কবলে পড়তে হয়
আট মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধাকেও।
চারিদিকে শুধু অন্ধকার,
নেই কোনো আলোর ছোঁয়া।
তাই,হে যুব সমাজ
তোমরা হও আগুয়ান।
তোমরা জেগে ওঠো,
আর নিশ্চুপ থেকোনা।
দূর করো এই অন্ধকারের প্রাচীর।
রক্ষা করো এই সমাজকে,
হে যুব সমাজ তোমরা জাগো।
শারদীয়া : জয়দেব বেরা
হয়েছে মা দুর্গার আগমন
দেবী দুর্গা ধরিত্রীতে অবতীর্ণ
হয়েছিলেন মহিষাসুর কে করিতে নিধন।।
মা এর পাশে থাকে কার্ত্তিক, গণেশ,মহেশ্বর, দেবী লক্ষী ও বীণাপাণি,
দেবী দুর্গা হলেন এই জগতের মঙ্গলদায়িনী,মহিষাসুরমর্দিনী এবং অসুরবিনাশিনী।।
জগতের সমস্ত জীব অপেক্ষায়
থাকে দেবী দুর্গার আগমনে,
শুভ এই শারদীয়ায়
প্রকৃতিও যেন সেজে উঠে আপন মনে মনে।।
জাতি ,ধর্ম, বর্ন, নির্বিশেষে আয়, মোরা করি সকলে মায়ের আরাধনা ও দুর্গা দুর্গা নাম
নারী শক্তিরূপিনী,মঙ্গলদায়িনী দেবী
দুর্গাকে জানাই মোদের শতকোটি প্রণাম।।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)