নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

চৈত্রী চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চৈত্রী চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চৈত্রী চৌধুরী





পূজো





পূজো কিন্তু সবার কাছে খুশির পুজো হয়না। 
তোমাকে কি পুজো এলেই হাতছানি দেয় আয়না? 
নতুন শাড়ি, নতুন জুতো, জামাকাপড় আর গয়না? 
সবার কিন্তু এত খুশি, এত মজা সয়না। 
পূজো কিন্তু সবার কাছে খুশির পুজো হয়না।।

যে ট্রেনটা পিষে দিলো এত লোকের দেহ।
যে বন্যা কেড়ে নিলো মা-বাবার স্নেহ।
যে ঝড়টা তান্ডব হয়, শুধুমাত্র বয়না।
পূজো কিন্তু সবার কাছে খুশির পুজো হয়না।।

যে ছেলেটার মাথা ন্যাড়া, মা মরেছেন স্ট্রোকে,
যে মেয়েটা ভুগছে এক কঠিন জরা রোগে,
যে লোকটা ভিক্ষা করে, খায় কিংবা খায়না! 
পূজো কিন্তু তাদের কাছে খুশির পুজো হয়না।।

যে ছেলেটা গুলি খেয়ে বুকে এখন মৃত।
যে মেয়েটা রেডলাইটের নিচে অনাবৃত। 
বনের পাখি কয়েদ করে পুষছ ঘরে ময়না?
পূজো কিন্তু তাদের কাছেও খুশির পুজো হয়না।।


আমার বাবার পা ভেঙেছে, তাতে কার কি?
ঢাকির গায়ে নেইতো জমা, নোংরা কত! ছিঃ!! 
সবাই ব্যস্ত দুগ্গা নিয়ে, কেউতো ফিরে চায়না।
পূজো কিন্তু সবার কাছে খুশির পুজো হয়না।।