নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রাজকুমার বিশ্বাস




বেকার




একটা তীব্র যন্ত্রণা...
 রৌনক কে
শুঁয়োপোকার
 সজনে -পাতা ...
খাওয়ার মতো 
কুটে কুটে খাচ্ছে।

 
বছর বিয়াল্লিশের রৌনক
 বেকার। 
সে তো...
 বাজ পড়া
 মুখ থুবড়ে যাওয়া
 তাল গাছ। 

সে তো ---
বাবা-মায়ের ---
অল্পে অল্পে সঞ্চিত 
রেকারিং ডিপোজিটের
 লালবাতি জ্বলা ব্যাংক ।

বছর বিয়াল্লিশের রৌনক
আজ বেকার---
কাজ নেই ওর! 

তাইতো ,

ভাইপো টুবাইকে 
স্কুল পৌঁছে দিতে 
যেতে হয় ওকেই--
-সাত সকালে। 

সকাল সাতটা র মধ্যে -
বাজারটা সারতেই হয়
ওকে-----
বৌদি র কড়া হুকুম ।

তা না হলে 
দাদা ভাত পাবে না 
অফিসের। 

বাবার পেশারের
ঔষধ টা 
ওকেই
আনতে হয়। 

মায়ের--
বাতের ব্যথা 
ওর বুকে বাজে
তাইতো---
ওকেই ছুটতে হয়
ফার্মেসি তে ।

কাজ নেই ওর 

তাইতো
বোনের টিউশনির পথের
পাহারাদারি
ওকেই
করতে হয়। 

অপগন্ড রৌনক,
কমপিটিশন পরীক্ষা 
দিয়েছিল
অনেক কটা ।
নেহাত
মন্দ নয়;
কিন্তুু 
কোথায় যেন
সব গোলমেলে
হিসাব মেলে না। 

বছর বিয়াল্লিশ র রৌনক
আজ বেকার। 

মায়ের অভিমান মাখা বকুনি', 
বাবার ক্লান্তিকর দীর্ঘ নিঃশ্বাস ;
বোনের রাগত উষ্মা,
দাদার তাচ্ছিল্য ,
আর বৌদির ঘৃনা,
ওকে 
পরিনত
করেছে
সাহারা মরুভূমিতে।

বছর বিয়াল্লিশের রৌনক
আজ বেকার।

কোন মন্তব্য নেই: