নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ঈশিতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈশিতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশিতা দাস




হয়তো বা ...
********



আজ হয়েছি বন্ধি
তোমার উষ্ণতা জড়িত রাতের গভীরতায় ।
   জমাট বেঁধেছে রক্ত বিন্দু
   মুহূর্তদের কনায় কনায় ।
ডুবে গিয়েছি আজ
কোনো সীমান্তহীন জলের গভীরতায় ।
হ্যাঁ আজ আসক্ত হয়েছি আমি
      তোমার প্রতি ।
নির্বাসিতা আমি আজকাল ।
তবুও হয়তো বা কোনো একদিন
নেশা কেটে গেলে
তুমিও কেটে যাবে
   কোনো অস্তিত্বহীন পিছুটানে ।।

✍️সম্পাদকীয়✍️(পুরোনো স্মৃতি ও নতুন বছর সংখ্যা )




দেখতে দেখতে বছর শেষ ,কেমন করে যেন হঠাৎ চলে গেল দিন গুলি , আর এর মাঝেই ঘর ভেঙে ঘর করা ,কিংবা দূর থেকে আরো দূরে চলে যাওয়া ,কাঁটাতার পেরিয়ে ,প্রাচীর পেরিয়ে অন্য একটা পৃথিবী ,পেয়েও হারিয়ে ফেলা , আবার কিছু চাওয়া পাওয়ার হিসাব ।

যাক বছর শেষ হবে ,আবার আসবে ,আবার শেষ হবে ....নিয়মমাফিক ,আর তবুও কষ্ট গুলো কে ঢেকে রেখে এক গাল হাসি নিয়ে চলাই বেঁচে থাকা ।

তাই প্রতিবারের মতো  এবারও কিছু বেঁচে থাকার ,ভালোবাসার কথা নিয়ে ভরে গেল"তোমার আমার কথা" । কখন বিষণ্নতা ,কখন বা একাকিত্ব ,খামোখা মন খারাপ ,এর থেকে বেরিয়ে এসে  এক গাল হাসি নিয়ে নতুন বছরের আগমন,আর নিজেকে শুধরে নেবার প্রচেষ্টা ,নতুন  করে এগিয়ে চলার প্রস্তুতি ।

হ্যাঁ এবারও একগুচ্ছ লেখা নিয়ে ,মনে কথা নিয়ে "নিকোটিন" এর এই বিশেষ সংখ্যা "ফেলে আসা স্মৃতি ও নতুন বছর " ।
অনেক প্রিয় কবি ও সাহিত্যিকরা এবারও প্রস্ফুটিত করেছে আমাদের এই সংখ্যা । সকলকে অনেক অনেক  ধন্যবাদ ও শুভেচ্ছা ,নতুন বছরে থাকুন সব সময় আরও ভালো,সমাজের ঘুন ধরা বুকে জ্বালিয়ে দিয়ে আরও আলো ।।

এই সংখ্যা প্রকাশের আমাকে বিশেষ সহযোগিতা করেন শ্রীমতি সুধা সরকার(চেয়ার ম্যান) শ্রীমতি সুস্মিতা কর্মকার (সম্পাদিকা) শ্রী জ্যোতির্ময় রায় (কার্যকরী সম্পাদক) ও পিন্টু মাহাতো (সহ সম্পাদক ও মিডিয়া ম্যানেজার) এদের সাহায্য ছাড়া এ সংখ্যা প্রকাশ করা সম্ভব হতো না ।সকলে আরো একবার নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন । ভালো থাকেবন ,ভালো রাখবেন প্রিয়মানুষটিকে ।




                                                   ধন্যবাদান্তে ,

                                                   ঈশিতা দাস
                                                (সহ সম্পাদিকা)


নিকোটিন ও নিকোটিন পরিবার

সুধা সরকার
(চেয়ার ম্যান )
সুস্মিতা কর্মকার
(সুম্পাদিকা)
জ্যোতির্ময় রায়
(কার্যকরী সম্পাদক)
পিন্টু মাহাতো
(সহ সম্পাদক ,মিডিয়া ম্যানেজার )
ইশিতা দাস
(সহ সম্পাদিকা )


✍️✍️পরিচিতি পর্ব




✍️✍️সম্পাদকীয় .....



দেখতে দেখতে দিন গুলো কেমন আসতে আসতে সরে সরে যাচ্ছে ।এই তো বছর শুরু হলো ,এই শেষ । এর মাঝেই কিছু চাওয়া ,কিছু পাওয়া । কিছু পেয়েও হারিয়ে ফেলা ,আবার হঠাৎ সান্তাক্লস দাদুর গিফ্ট ,প্রিয়মানুষটির সাথে খুনসুটি , অভিমান ...দূরত্ব,প্রাচীর ,কাঁটাতার ।তবুও টিপটাপ কিছু বৃষ্টি ,কিছু কিছু শিশির ,পা ভেজায় ।
দূর্বার উপর পায়ের ছাপ ,কিংবা বালির উপর দাগ কাটা আঁকিবুকি ,প্রিয়মানুষটির প্রতীক্ষা করে ল্যাম্পপোস্টময় ঝুলতে থাকা নীলচে খাম । আর এর মাঝেই হারিয়ে যেতে থাকে গল্প ,কথা ,শব্দমালা ,"আমি"/তুমি" ।
বসয় বাড়ার সাথে সাথেই পরিচয় বদলে যেতে থাকে ,হারায় ডাকনাম গুলো । এর মাঝেই এগিয়ে যাওয়া ,আরও একটি বার ভাঙা গলায় গেয়ে ওটা গান "একদিন চলে যাবো সব কিছুই ছেড়ে দূরে ,আরো দূরে ।আমার যা কিছু আজ আছে থাকবে পরে ।"


যাক এবার বছর শেষে তাই নিকোটিনে "তোমার আমার কথায়" "পরিচিতি পর্ব এবং কিছু কবিতা " নিয়ে ।অনেক প্রিয় মানুষের অনেক কবিতা ও সংলাপ আমরা পেয়েছি ,সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ।
শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন । ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন প্রিয়মানুষটিকে ।।


                                     ধন্যবাদান্তে,
                                        ঈশিতা দাস
                                    (সহ-সম্পাদিকা)



নিকোটিন ও নিকোটিন পরিবার

সুধা সরকার
(চেয়ার ম্যান )
সুস্মিতা কর্মকার
(সুম্পাদিকা)
জ্যোতির্ময় রায়
(কার্যকরী সম্পাদক)
পিন্টু মাহাতো
(সহ সম্পাদক ,মিডিয়া ম্যানেজার )
ইশিতা দাস
(সহ সম্পাদিকা )